Blog

অপেক্ষা

14/07/2012 22:49
  একটা তীব্র পেলব রাতের অপেক্ষায় আছি যার অধর ছুঁয়ে যাবে মখমল রঙে  আমি ছুঁয়ে যাবো তাঁর হৃদয় অলিন্দ্য; পোড়ামুখি নয় সপ্রতিভ আবেশে, শুনেছি, রাতের গতরে জড়িয়ে থাকে অশেষ ওম আমি ওম ছুবো, ওমের গতর ধরে টান দিয়ে ভেতরে দেখে নেবো নির্নিমেষ মোহময়তা, মোহময়তায় আমার আকাক্ষখা ঢের তাই ফি-রাত...
>>

পাখি

14/07/2012 22:48
  সবশেষে পাখি হবার কালে তুমি নেমে এলে ধরায়। ডানা ঝাপটানো শব্দে কেঁপে ওঠেছিল যে দেহকোষ তার খানিক বিশ্রামের কালে আমি নেমে পড়ি আপনার কর্মে। যার মূখ্য ভূমিকায় থেকেছিল তোমার নির্বাক চাহনি!   তোমার চাহনি ভাষা পড়তে জানি তাই অদ্যকায় একটা গোলাপকে দেখিয়ে দিয়েছিলাম তার আজন্ম কাঙ্খিত পথ।...
>>

স্রোত

14/07/2012 22:47
  টেলিপ্রেমে মজেছে যারা তাদেরকে তারকালে ভালোই ঈর্ষা করেছিল তার পুর্বপুরুষ। সংবাদটা যারা ফলাও করে প্রচার করেছিল তারা সেদিন সূর্যস্নানে নেমে আচমকা অস্বীকার করলে তাদের চকচকে মাথায় হঠাৎই আপনার প্রাত্যহিকতা ছাড়ে একটা বিলুপ্তপ্রায় কাক। জিভ কেটে বলছি আমি দেখিনি কিছু। অস্বীকার করছি...
>>

কাউয়াদের শহরের একটা অদ্ভুতুড়ে কাক

14/07/2012 22:46
  এটা ঠিক যে এ শহরে পাখি ওড়ে। ডানা মেলে চলে একান্ত। নির্ঘুম থেকে কী-বোর্ডের বাটন চোখের সামনে নিয়ে নিয়ে বসে প্লে-বয় ম্যাগাজিনের রগরগে প্রচ্ছদ আর টসটসে কাহিনী। সারা রাত এভাবে কাটিয়ে একটা সময়ে ঢলে পড়ে অনাহুত ঘুমে।রেকে বাসি হয়ে পড়ে থাকে এক্সরেটেড নূতন কোন ডিস্ক। এটাকে তারা সগর্বে জাহির করে...
>>

চশমা

14/07/2012 22:33
  পুরু ফ্রেমের একটা চশমা দরকার আমার অবশ্য কোন পুরু ফ্রেমের চশমা নেই এমনকি নেই কোন ফ্যাশনেবল সানগ্লাসও তাই ভররোদে খালি চোখে পথ হাঁটি; বসে থাকি হুডখোলা রিক্সায় শাদা চোখে দেখে যাই সব- সবকিছুই। যদিও মাঝে মাঝে দেখতে পারিনা আপাত দৃশ্য কোন দৃশ্যের দৃশ্যায়ন!   রোজ রোজ চশমার...
>>

উইল

14/07/2012 22:32
  সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে বিষাদ মেঘ সুখ সমরে জয়ী হয়েছে সে অদ্য তাই খাঁজে খাঁজে কিম্ভূত চিহ্ন সবিশেষ, বোকামোর একটা মাত্রা ছাড়িয়েছে প্রজাপতি স্বভাব সময়ে বিরুদ্ধ পথের যাত্রী কচুরিপানা সদৃশ। একটা নিবিড় বৃক্ষ ঠায় দাঁড়িয়ে ছিলো এতদিন পথের ধারে তার দিকে দু’কদম এগুতে গেলে- পিছিয়ে পড়ে...
>>

কেউ একজন ভুল হাত ধরে করে বলেছিলো আমি তোমাকে ভালোবাসিনা

14/07/2012 22:28
  কেউ যায়, কেউ আসে, কেউ আবার হারিয়ে পড়ে ঘূর্ণাবর্তে আমি দেখেছি তাদের যাদের কেউ মনে রাখেনি আমি শুনেছি তাদের যাদের কেউ একজন মনে করে বলেছিলো আমি তাদের মনে রাখতে চাইনি অথচ বারবার মনেই উঁকি মারে। এ মন, সেই মনের কাছে হাত পাতে; ভালোবাসায় মনও ফিরিয়েছে তাদের শুনিনি কোনকালে তবু আমি...
>>

পালক

14/07/2012 22:27
  চোখে চোখ মেলে দেখো- চোখেই সাগর জমে একফোঁটা জলের আশায় যে দিন গত হয়েছে কাল কালের স্রোতে তার অধরে জমে ছিলো কিছু জল জলসিঞ্চনে খাঁ খাঁ মাঠ, প্রতীক্ষায় কেবল চাতক পাখি।   এ পাখি, পাখি যার মোহময় সোনালী পালক, পালক খসানো কালে আড়মোড়া ভাঙে ঋজুবর্তী হয়ে একদিন পাখিসমাজে...
>>

দেয়াল

14/07/2012 22:26
চোখ খুললেই অবয়ব ভাসে অবশ্য ঝাপসা খানিক দুরত্বের একরোদ পাড়ি দিলে যে বেলা যায় তার পিছু নিলে তোমার ভেংচিতে থেমে যায় পথ। অতিশয় মুখোমুখি আমাদের বাস অথচ মাঝখানে বায়বীয় দেয়াল দুরত্ব-বিরক্তির উৎসমুখ। তোমাকে ছুঁতে চাইলে হাত কাঁপে অলীকতা পাখা মেলে প্রাণান্ত চেষ্টায় অফুরান হাসে প্রকৃতি, বিন্দু...
>>

ক্রেডিট কার্ড

14/07/2012 22:25
  অনেকগুলো ক্রেডিট কার্ডে অনেক লিমিট, সিলভার-গোল্ড পাড়ায় পাড়ায় হাতছানি দিয়ে ডাকে এটিএম বুথ কদাচ পা বাড়াই, কদাচ অবজ্ঞা করি নিতান্ত অবহেলায়, এটিএম বুথে অনেক টাকা, প্লাস্টিক মানি মুখ থুবড়ে পড়ে পকেটে আমি পকেট হাতড়াই, যত্নে যতন করি যেন সাত রাজার ধন!   এটিএম বুথ আমার স্বজন,...
>>

গরীবের সংবিধান

14/07/2012 22:24
  গরীবের সংবিধান থাকার নিয়ম নাই তারা গরীব, আজন্মই গরীব তাই সংবিধানের ধারা-উপধারাগুলো মুখ থুবড়ে পড়ার নিয়ম গরীবীয়ানার কাছে অন্ধ জাদুকরের মতো তারা হাতড়ে বেড়ায় গণতন্ত্র তারা গরীব তাই গায়ের রঙ হয়ে যাবে পানসে আর সাদা চামড়া হয়ে ক্রমে হয়ে পড়বে ফ্যাকাশে, গরীবের বাচ্চাদের পেট মোটা হলে...
>>

গন্তব্য

14/07/2012 19:59
  আর কত বৃথা মনোরথে গাঁয়ে জড়াবে শাল আজন্ম স্বপ্নের এমন মৃত্যু কিভাবে দেখবে স্বপ্নরাষ্ট্র মানুষ হয়েও কেন হবে চাতকরূপী তবে কী কোন পূর্বপুরুষী পাপধারিত তুমি! এই দীক্ষাজল খসে পড়ে আবিষ্ট প্রাণের উল্লাসে তবে কী তুমি নদী? ছল ছল রবে মুগ্ধ করো প্রকৃতি বর্ষায় কুল ছাপিয়ে দেখাও ঋতুবর্তী...
>>

দীর্ঘশ্বাস

14/07/2012 19:22
  ভূল করে যদি চলে আসো এতোটুকু পথ পথটা জেনো ভুল করেনি এত্তোটুকু সে আপনা থেকেই বিলিয়েছে তার অফুরান ওম যে দৃষ্টি এতদিনে ছিল অজানিত এক অদ্য সেও পড়তে জেনে গেছে অন্তজভাষা তাই রোজ রোজ যত কাথাসেলাই আমাকে নিয়ে আমার ঠিক ততখানি কাছে আসা হয়ে যায় একান্তে।   শহরবাসী ইদানিং...
>>

স্মরণসভায় সবার আমন্ত্রণ

14/07/2012 19:21
  যে যায় সে চলেই যায় যেতে যেতে পথে রেখে যায় খানিক দাগ দাগের ওপর উকি মারে কতক ফলক পথচলতিরা দেখবে বলে- পথচলতি লাখো মানুষ নিত্য নামে পথে কেউ তাদের কোনকালে রাখেনি স্মরণ আমিও পথে নামি লাখোজনের কোন একজন হয়ে মিশে যাই ভীড়ে ভীড় আমাকে ঠেলে আমি ঠেলি ভীড়ের গতর হারিয়ে পড়ি ভীড়ের...
>>

প্রলাপ

14/07/2012 19:20
  মেয়েটি মেয়ে বলে খানিক 'প্রায়োরিটি' তার প্রাপ্য। অন্যদের মতো মানুষ হলে 'লেডিস ফাস্ট' শ্লোগানের মজা লুটতো না। মুটে মজুর....অফিস পাড়ার বস এমনকি ঈশ্বরও খানিক পক্ষপাতদুষ্ট। নইলে সমঅধিকার মুখ থুবড়ে পড়বে কেন বিশেষ অধিকারের পায়ের তলায় আর সবটুকু নিষিদ্ধ সুন্দরে মসৃণতা প্রদান কোন...
>>
All articles

Items: 76 - 90 of 156

<< 4 | 5 | 6 | 7 | 8 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।