দেয়াল

14/07/2012 22:26

চোখ খুললেই অবয়ব ভাসে
অবশ্য ঝাপসা খানিক দুরত্বের
একরোদ পাড়ি দিলে যে বেলা যায়
তার পিছু নিলে
তোমার ভেংচিতে থেমে যায় পথ।
অতিশয় মুখোমুখি আমাদের বাস অথচ
মাঝখানে বায়বীয় দেয়াল
দুরত্ব-বিরক্তির উৎসমুখ।

তোমাকে ছুঁতে চাইলে হাত কাঁপে
অলীকতা পাখা মেলে
প্রাণান্ত চেষ্টায় অফুরান হাসে প্রকৃতি,
বিন্দু সমষ্টির ওপারে তোমার অবস্থান
হয়তো প্রারম্ভিকতার সোনাঝরা দিন
আদিতে নিবিষ্ট প্রাণ এক
অন্তর্হিত আকর্ষণ আর আলোচ্ছটা
পাঁজর ভাঙে সমুদ্রের ফেনীল রহস্য।
না বলা কিছু কথা পিছু নিলে
সলাজ হয় সত্ত্বা
পরিপার্শ্ব হাঁ করে গিলতে চায় সব
কে জানে কী প্রত্যুত্তর অপেক্ষায় থাকে
তারচে' ভালো নির্বাকই থাকি
অন্তঃস্থ ভালোবাসা অন্তরেই নিরাপদ।

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।