Blog

অন্তর্যান

14/07/2012 23:00
  অন্তর্যাত্রার অন্তর্যান এসে গেছে সেদিনই যেদিন থেকে শুরু করেছি পথচলা অন্তদৃষ্টি কানে কানে শুনিয়েছে অনেককিছু হতে পারে এ শতকের কোন এক শুক্রবার অথবা অন্য দিন এক তুখোড় রৌদ্রদিনের মাথার ওপর একখন্ড মেঘ অনিঃশেষ কান্নার সমূহ প্রস্তুতিতে প্রকৃতি আমিও ব্যতিব্যস্ত নিজেকে...
>>

কেন

14/07/2012 22:57
  ও জেনে ছিল আর কারো কাছে এখানে সতত আড্ডায় মাতে বেকুব কবির দল তবু তার কাছে প্রশ্ন ছিল-কেন? শুধুই কেন? সে হয়তো দিতে চায়নি তার সদুত্ত্যর তাই প্রশ্নটা হারিয়েছিল প্রশ্নমাঝে তারপর অনেকদিন- কতশত উত্তরের বায়ু ধায় দখিনে কত রাতজাগা চাঁদ অন্যের বোঝা কাধে নেয় ভোর হবে বলে কত পাখি...
>>

সুশীলের গণতন্ত্র

14/07/2012 22:57
  সন্ধ্যারাতে আকাশ দেখতে যেয়ে থমকে যাই আকাশের মাঝে বসত গাড়ে কতিপয় সেনা আইন সেনা আইনে খানিক অনাসক্তি আমাকে আপ্লুত করে তাই বার বার ভাঙতে যেয়ে পিছিয়ে আসি কতিপয় স্রোতের তোড়ে!    মনে রেখো, একদিন আমিও আইন করব আইন ভাঙার নিঃসীম কালো পিচঢালা রাজপথ না হোক একান্ত মনের ঘরে অথবা...
>>

খেল

14/07/2012 22:56
  এ এক আজব খেল- মাথার ওপর ঝুলিয়েছে যাবজ্জ্বীবনের খড়গ জারি করেছে হুলিয়া,তাই পালিয়ে বেড়াই ঘর থেকে ঘরে;আশ্রয়ের খোঁজে একমূঠো আশ্রয়,মাথা গোঁজার ঠাই দিয়ে দিলে কেউ-আমি হয়ে যাবো আমৃত্যু ভৃত্য এক! অপরাধি সাজিয়েছে যে সে শোনায়নি কভু অপরাধের সংজ্ঞা আমি ভাবি আমার মতো সে ভাবে তার মতো...
>>

কাহিনী

14/07/2012 22:55
  বালকবেলায় তার প্রেম ছিল অশরিরি আর এক ধাপ পরে এসে মূর্তমান শরীর শিশুকাল থেকে যার পিছু নিয়েছে সিগমুন্ড ফ্রয়েড আজকাল সে ভালোই রপ্ত করেছে রাত-বিরাতের কাহিনী!
>>

সঙ্গম শেষে রাতের গল্প নিতান্ত একঘেয়ে

14/07/2012 22:55
  রাত শেষে দিনভর রাতের পথে হাঁটি কতিপয় বৃষ্টি সাথে নিলে দোষ নেই স্বাচ্ছ্বন্দে নত হওয়া যায় বীর্যবান কোন ডানার কাছে যে ঠোট মিশেছিল বিপরীত কোন ঠোটের সাথে আমি রোজ রোজ নাম ওঠাতে চাই সেই আদি প্রেমপর্বে   ঊন্মাদনার দেখেছো কী- এ মাতাল সমীরণ খুলে দেয় সব অজানিত গুহা তাই সঙ্গম...
>>

কবিসভা

14/07/2012 22:55
  কোন একদিন শুক্কুরবার নেমেছিলো ধরায় আলগোছে ব্যস্ততম দিনগুলো জমিয়ে রেখেছিলাম জামার আস্তিনে তাই বেখেয়ালে দিনটা কাটিয়েছিলাম ঘুমে অথবা আধোঘুমে ঘুম, ঘুম- আধোঘুম কিংবা নির্ঘূম দিন  স্বভাব সময় কেটে যায় স্বভাব সময়ে ফলে কবিসভা কড়া নাড়ে দুয়ারে অথবা ঠিক ঠিক কানের...
>>

নদীসঙ্গে রাত্রিবাস-২

14/07/2012 22:54
  মনে রেখো, এ রাতে চাঁদ উঠেছে আকাশে একটা মাত্র চাঁদ; সাথে করে লক্ষাধিক তারা তুমি এক এক করে তারা গুণো আমি গুণি তোমাকে; তোমার অস্তিত্বকে।   জেনেছি, তোমার অস্তিত্ব ভেসেছে আজ পদ্মার জলে জল জল গভীর জল- নাভিশ্বাসে দীর্ঘশ্বাস ফেলে জলের অতল, সে জল জলের সাথে জলকেলি খেলে রাতের...
>>

সন্ধ্যে

14/07/2012 22:54
  তুমি যা ভাবছো সন্ধ্যে হয়ে এলে আমি নিভে যাই তোমার ভাবনার মত- অথচ আমি রোজ রোজ জ্বালাতে চাই নীল সলতে- নীল আমায় খুব টানে, তুমি কী নীল হবে নিখাদ নীল।
>>

নদীসঙ্গে রাত্রিবাস-১

14/07/2012 22:53
  নদীসঙ্গ পাইনি কখনো পাঠযোগ্য হয়নি কভু নদীতরঙ্গের তির-তির স্বর, সেই কবে থেকে দূরদেশ ভেবে  দূর থেকেই করে গেছি নদীপাঠ  তাই আড্ডার নদীবিশ্লেষণে সদা থেকেছিলাম ব্যাকবেঞ্চার কোনো!   জেনেছিলাম কোন একদিন, চাঁদ ওঠে আকাশ বুকে সুনসান চাঁদ; মোহময়তা জড়ানো চাঁদ তাই কোনো...
>>

বৃষ্টি

14/07/2012 22:52
  কোন এক বৃষ্টিবিকেলে যদি আকাশের দিকে যাই তবে মাটির সমতলপট গোমড়ামুখো হয় বার কয়েক দৃষ্টি বিনিময়ে আপাত সম্মোহিতভাব মিইয়ে আসে আচমকা বিসম্বাদে। বিসম্বাদের ঝড় আহা, আহা বৃষ্টিবিকেল আমাকে দেখিয়ে দেয় পাহাড়ীপথ- আমার আশ্রয়স্থল একদিন দেখিয়ে দিয়েছিল এক উদ্ভ্রান্ত শালিক ভোরবিহানে আমি...
>>

জন্মইতিহাসের লগ্ন

14/07/2012 22:51
  এক অতৃপ্ত আত্মার কাছে হাত পেতেছিলাম আত্মার লোভে আত্মারা আত্মাময় হয় নিশিরাতে যখন পাড়ার ককুরও বেঘোরে ঘুমায় ঘুম ঘুম চোখে কেউ জাগে প্রাগোইতিহাসিক ঢঙে আমিও হার মানি মগজের জমে থাকা শিরাগুলোর নির্বিবাদী চিৎকার-উল্লাসে কেঁপে উঠে বুক’ বুকের জমিনে বাসা বাধে ঘুণপোকা নির্বিকার দেখে...
>>

সুযোগ পেলে ডাকাত হবো

14/07/2012 22:51
  ঝিম হয়ে আসে মাথা ঝিম ঝিম ভাবে মাথায় ঢুকে ঘুণপোকা ঘুণে কাটে সময়; ঘুণে কাটে মন মন রাখে মনের খবর তবু মন অবাধ্য মন বারেবারে খুঁজে মনের বাড়ি মনবাড়ি মনবাড়িতে লুকিয়েছে অদ্য  মনের দেখা কোথা? তাই অদ্য ভেবেছি দিনভর সুযোগ পেলে একবার ডাকাত হবো!
>>

সুদূরের হুইসেল

14/07/2012 22:50
  এক রাত পাড়ি দিলে তুমি চলে আসো আমার কাছে আমি বসে থাকি ঠায় দাঁড়িয়ে তোমার পানে রেল লাইনের স্লিপারে জমে থাকে জীবনের ঘাম ঘাম ঝরে নির্বিকার, ফোটা-ফোটা যেন শোধ হয় জন্মের ঋণ।   জন্মে যারা জেনে নেয় জন্মের ইতিহাস তাদের কথা আলাদা যদিও তারা মৃত্যু পানে ধাবমান তবু জন্মের ইতিহাস পিছু...
>>

গোরস্থানের ভাষা

14/07/2012 22:50
  গোরস্থানে শুয়ে আছে জ্ঞাতিগোষ্ঠী তারা নৃ-তাত্ত্বিকতা ভেদে সংজ্ঞায়িত হয় কালে কালে যদিও কভু শেখেনি নৃ-বিজ্ঞানের ছলাকলা। একটা ভোগবাদী চামুচ উঠে আসে ধীরে অধর ছুঁয়ে যায় হিম হাতে; কালো সে হাত দিঘল কালো ঠিক ঠিক মজা পুকুরের মতো পানায় পানায় পূর্ণ, একটা নক্ষত্র হেলে পড়ে ধীরে...
>>
All articles

Items: 61 - 75 of 156

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।