Blog

ভ্যালেণ্টাইন কন্যাকে

19/07/2012 22:52
  আমার নিকটাত্মীয় আমাকে দেখে আমি দেখি তাকে আমরা মাঝে মাঝে মজে যাই আমাদের মাঝে আমাদের এ মজে যাওয়াকালের হিসেব রাখেনা তুমি-আমিসহ অপরাপর কেউ- পৃথিবীর সব সংগীত ভুলে দিয়ে আমরা বাতাসের গায়ে ভাসিয়ে দিই কোনো আচানক সংগীত।   হে ভ্যালেণ্টাইন কন্যা, আমার এ আমি অচেনা হয়ে যাই কোন এক...
>>

বহতা

19/07/2012 22:36
  দেখে দেখে বেলা যায় অবেলায় পথচলতি যে পথিক গোণে দেখেনি সাত-সতেরো এ নিয়ে বিস্মৃতজন বাক্যবাণ ছুঁড়ে- নিজেও ফি বার দেয়ালে তুলে নবজন্মের বর্ষপঞ্জিকা; এ সুরমার ঘোলাজল চুল খোলে ভাবতে বসে সেই কবে প্রসব করেছিল চকচকে নীল। গতরাতে স্বপ্নদেখে জংধরা পিলার ভোরের খানিক আগে জেগে ওঠে হা করে...
>>

তুমি আসবে!

19/07/2012 10:10
  জেনেছিলাম তুমি আসবে, তাই সকালের রোদকে ছুটি দিয়েছিলাম আলতো কর দুপুরকে আহ্বান জানিয়েছিলাম নিজের মতো করে থমকে দাঁড়ানো সময়টাকে দাঁড় করেছিলাম তোমার অপেক্ষায়!   তুমি আসবে, তাই গতরাতে নামেনি জোছনামালা চাঁদও দাড়িয়েছিল ঠায়, ভুল করে যদি ছড়াতে যায় সমূহ আলো। তোমার অপেক্ষায়...
>>

কাশবনের গান

18/07/2012 23:36
  আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে কাশবন হাত-পা-নখ সব ছুঁয়েছে পরম মমতায়  স্বভাবত আমি দিকহারা মোহাবিষ্টজন সামনে-পিছনে,চারদিকে অজানিত কূহক তাই শুভ্রতা ভালোবাসার পিঠে সওয়ার হয়, আমিও- না, এ কোন আতংকিত পাঠ নয় কিংবা আচানক কিছু আমাদের অগ্রন্থিত ঘটনাগুলো রোজই একই সূঁতোয় গাথা...
>>

পা

17/07/2012 21:48
  একটা  পা আরেকটা পা’র খুব আপন সচরাচর আমন্ত্রণ জানায় পথে নামার পা'গুলো পথে নামে পা'দের সাথে তারপর দিন-রাতের কোন এক সময়ে রঙিন প্রজাপতি হয় যুগল পা রূপে।   দুইটা পা মাঝে মাঝে একান্ত সময়ে মিলিত হয় একান্তজনের- মাটি ছেড়ে আকাশমূখি হয়ে যায় নিঃশ্বাসের বাষ্পরূপ নিবন্ধন...
>>

আকাশ

17/07/2012 07:27
  যাকে বলে ইতিহাস তার কাছ থেকে কেউ কী আর শিক্ষা নিতে জানে তবু ইতিহাস তার মতো করে বয়ে চলে ক্রমশঃ আমাদের কালে যাকে তুমি অবলীলায় ধরাকে সরা জ্ঞানে দূরে ঠেলে দিচ্ছো  ভাঙা গলায় যে মিথ্যাকে সত্য বলে ফলাও করে যাচ্ছো নিয়ত মনে রেখো একদিন আর সবার কাছ থেকে আমিও খুলো দেবো দখিনা দ্বার সে...
>>

পরী

15/07/2012 00:03
  সব ঠিক ছিল শুধু ছিল না তোমার বেণী করার ধরণ তাই আলগোছে কিছু চুল বাঁধিয়ে দিয়ে যেত সমূহ জঞ্জাল একদিন যদি ভাল করে জেনে যেতে বেণীর ছলাকলা তবে চুলগুলো বেঁধে রাখতে নিজের করে; সে উড়তে জানতো না আর অথচ জেনে রেখো এখানের কিছু নিমগ্ন দর্শক চায়নি কভু তুমিও জেনে যাও গায়ের আলতা মেয়ের বেণী করে...
>>

বয়স্কদের কোন নীল আকাশ থাকতে নেই

14/07/2012 23:30
  ঘন কালো রাতে মাঝে মাঝে হাতছানি দেয় বিশাল আকাশ- অর্ন্তচোখ ঈশারায় ডাকে মিহিস্বর কানে আসে তার আশপাশকার জন নির্বাক থাকে বয়স্কজনের মতো।   মাঝে মাঝে আকাশ রঙ বদলায় নিজস্ব ঢঙে যেন পেখমতোলা জলের মতো হাতড়ানো পথ যারা চেনে তাকে তারাই কেবল পড়তে পারে সে পথেও বাস ছিলো এক আজব...
>>

আত্মহত্যা অথবা বিভ্রম

14/07/2012 23:08
  রক্তমাংসহীন কায়া অস্থিত্বের জানান দেয় চুপিসারে- মগজের নিউরনে অনুরণন তুলে অদৃশ্য সত্ত্বার নির্ভেজাল সম্মিলন অনন্ত ভালোবাসার অনির্বাণ শিখা জ্বলে ধিকিধিকি আশু মুক্তির দিনক্ষণের চরম পুলকতা অপেক্ষার প্রহর গোণে, নৈরাকার কায়া স্থুলতা পেলে মাংসপিণ্ডে রূপান্তর অন্তর্গত চিৎকার...
>>

করুণার জল বড়ো ঘোলা হয়

14/07/2012 23:06
  গল্পচ্ছলেই হোক কিংবা বাস্তবতায়- যতটা তাঁত বুনবে তুমি- বিকেলে দেখবে তেমনই জমেছে ফল তবে অদ্য জেনে গেছে সব,তুমি এক পালছাড়া নৌকোর দিকহীন মাঝি এখানে হিসেবের গরমলে আলগোছে বেলা গড়ালে বাজারমূল্য সামনে আসেই। সওদায় বসিনি যদিও তবু আমিতো অংকে কাঁচা ছিলাম না কোনকালেই আর এতো- আস্ত...
>>

আমি আত্মহত্যা করবো!

14/07/2012 23:06
  কান পেতে শুনেছি আমরা আত্মহত্যা করবো নিবিষ্ট দর্শক থেকে নিমগ্ন শ্রোতা হয়ে তারপর আমাদের এ সিদ্ধান্ত আমাকে জানানো হলে বিশ্বেস হয়নি- আমিও নিতে...
>>

দোহাই

14/07/2012 23:05
  পরিস্রুত জলের দোহাই এখানে একদিন মাংসের হোলিতে মেতেছিল আশ্চর্য যুবা গলিপথে তার চকিত চাহনি অথবা আচানক শিকড়, কত জল বয় শিরা ধরে আচানক ঢঙে আমি কী জেনেছি তার ছলা একান্ত সময়ে মাংসাশী হয়ে! এভাবে দিন বয় দিনের পথ ধরে বয়সের ভারে পেকে আসে মাথার চুল কমে আসে কব্জির জোর, ভাবনাসমূহ দিনের...
>>

রাত আর ঘুমের কৃষ্ণপাঠ-১

14/07/2012 23:05
  রোজ রোজ ভোর হলে আমি জাগি স্বতঃস্ফূর্ত আমার মস্তিস্কের নিউরনে কে জানি বলে ওঠে এ বেলা বয়ে গেলে কোথা পাবে সেই বেলা তাই আমার এ হন্তদন্তভাব-হেসে ওঠে দেহকোষ আর একচিলতে জীবনটাকে যে ফাইলে বন্দী রেখেছিলাম তার সদর দরোজায় কোন বাঁধা নেই বলে ফের অবগাহন করি দেহজ প্রাগৈতিহাসিক বন্দরে আমার...
>>

রাত আর ঘুমের কৃষ্ণপাঠ-২

14/07/2012 23:05
  রাতটা ভোর হলে কে জানি বলে-ঘুমিয়ে পড়ো ঘুমাও তুমি তোমার নিজের মত করে আলগোছে জমিয়ে রাখো বিগত রাতের যত ক্লান্তি ঘুমিয়ে পড়ো যেমনটা ছিল গতরাতের শেষ দৃশ্যের প্রারম্ভিক আবেশ পূণঃ পূণঃ অভিনয়ে সিক্ত করো শিশিরস্নাত নরোম ঘাস পূণঃবার স্বপ্নের দ্বার বন্ধ রেখে খুলে দাও- অজানিত ভ্রুণমালার...
>>

জন্মবৃত্তান্ত

14/07/2012 23:01
  দৃশ্যত জন্মের আগে আদিতে জন্মেছি একবার যখন ভ্রুণ ছিল ভ্রুণের ভেতর ক্রোমোজম ছিল কল্পগহ্বরে যখন ছিলনা পূর্বপু্রুষের উত্তরপুরুষী ধর্ম।   সে ইতিহাস ছিল ইতিহাসাশ্রয়ে হাড়-মাংসকালের অনেক আগে জলসৃষ্টির সুদূর অতীতে বিশ্ব আর পৃথিবী জন্মের আরো আগে তখন কেউ ছিল- তখন কেউ ছিল...
>>
All articles

Items: 46 - 60 of 156

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।