গন্তব্য

14/07/2012 19:59

 

আর কত বৃথা মনোরথে গাঁয়ে জড়াবে শাল
আজন্ম স্বপ্নের এমন মৃত্যু কিভাবে দেখবে স্বপ্নরাষ্ট্র
মানুষ হয়েও কেন হবে চাতকরূপী
তবে কী কোন পূর্বপুরুষী পাপধারিত তুমি!
এই দীক্ষাজল খসে পড়ে আবিষ্ট প্রাণের উল্লাসে
তবে কী তুমি নদী?
ছল ছল রবে মুগ্ধ করো প্রকৃতি
বর্ষায় কুল ছাপিয়ে দেখাও ঋতুবর্তী রূপ
সমৃদ্ধ মৌচাকে সঞ্চিত মধু? যা জিহ্বামূলে অনুরণন তুলে
না কী ঘাসের ঢগায় জমানো শরতের শুভ্রতা
হেমন্তের সৃষ্টিসুখ, গ্রীষ্মের দাবদাহ, লজ্জ্বাবতী শীত
মগ্ন বর্ষা অথবা বাসন্তী সৌন্দর্য!
 
আমি তোমায় খুঁজেছি খুব
মাছরাঙার ঠোঁটে, মরা নদীতে অথবা প্রমত্তা সাগরে
জিজ্ঞাস্যনেত্রে তাকিয়েছি নিসর্গে অথচ সব নিরুত্তর
যেন আজন্ম বোবাদের মর্ত্যালোক ভ্রমণ!
তুমি দেখে নাও জানালার কপাট, ঠিক আগের মত
আমি দূর থেকে অনুভব করি চেনা গন্ধ
আচমকা বাতাস আমাকে উদ্বেল করে
চোখ বন্ধ করে নিয়ে আসে সেই কেন্দ্রবৃত্তে,
তাই আমি বৃত্ত ভাঙি, বৃত্ত গড়ি
উপলব্ধির দরোজায় অসাড় মাঠ দেখি
যা কী না দ্রুতবেগে ছুটে আসে
চেনা গন্তব্যে; অচেনা গন্তব্যে।
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।