রাত জেগে আমরা ঠকিনি

ছোট্ট তবু ক্ষুদ্র নয় (খুচরা লেখা)

  ১, কোন একদিন আমরা ভবিষ্যত সাজাতে অতীত ভুলে যাই।   ২, পথচলতি পথিক জানেনা কোন পথ তাদের অপেক্ষায় থাকে।   ৩, জীবন বাস করে জীবনের গহীনে তাই দরকার প্রথমেই জীবনপাঠ।   ৪, পূর্বপুরুষ জানেনা উত্তরপুরুষী ধর্ম।   ৫, তুমি চলে গেলে তোমার পদচিহ্ন থেকে...
>>

রাত জেগে আমরা ঠকিনি-৩

১৮. বিদেহী আত্মা     রাত হলে বাড়ি ফিরি বলে আমার দিকে হেলে পড়েছে ঘরের দেয়াল। তার নির্বিকার চাহনিতে আমি দগ্ধ হই নিয়ত। মনে হয় কে জানি ইঁদুরচোখে দেখছে আমায়। জানোই তো, ইদুরে আমার ভীষণ অপছন্দ সেই আদিকাল থেকে। শুনেছি জন্মাবার পর থেকেই। বিশ্বাস করো, ইঁদুরবিদ্বেষি আমি ছিলাম সেই সৃষ্টির আদি...
>>

রাত জেগে আমরা ঠকিনি-২

  ৮. রাত-১ আর একটা রাত আমাকে নির্ঘুম করে আটকে রেখেছে। আমি লটকে আছি তার মোহময়তার কাছে। আমার সাধ্য থাকে কী আর তাকে অস্বীকার করে ঢলে পড়তে ঘুমে; জন্মের ঘুমে! আজ বিকেলে আমি একটা ঘুমকে চুরি করে নিয়ে আসতে চাইছিলাম ঘুমের বাড়ি থেকে। অথচ ধরা পড়ে যাবার ভয়ে শেষমেশ চুরি করা হয়নি...
>>

রাত জেগে আমরা ঠকিনি-১

  তোমার কাছে কিছু চাইবো বলে ভুলে গেছি আর সব চাওয়া-পাওয়ার হিসেব   সবশেষে পাখি হয়ে যাবার কালে খসে পড়েছিল অবাধ্য পালক ধূসর পৃথিবীতে। পৃথিবীও মূখিয়ে ছিল, চাতকরূপি প্রতীক্ষায় কাটিয়েছিল কত-শত যুগ যার হিসেব রাখেনি কালের ঘড়ি। পালে পালে লাগা উদ্দাম হাওয়ায় নিথর প্রাণে জাগে প্রাণের আবেশ।...
>>

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।