Blog

মধুরস

14/07/2012 18:28
  শুনছো কী আগুন ছোঁয়া চোখ ঠিকরে বেরিয়ে আসছে চামড়া থেকে পলাতক মরিচ গাছের রঙ মেখে সামনে এগিয়ে আসে পেছনের দরোজা দিয়ে।   ওরা পাগল বলে লিখে রেখেছে আজকের সংবাদপত্র তারা পরোয়া করেনি সামান্যই কারণ ময়ূরপুচ্ছে আদিখ্যেতা উষ্ণতা জড়িয়ে রেখেছে জামার ভেতরে বোতাম আটকানো...
>>

মিঠাপানির যৌবন

14/07/2012 18:28
  একটা রাতজাগা রাতে কল্পলোকে পথ হাতড়ায় ক’জন পরিব্রাজক তাদের সুতীক্ষ্ণ পর্যবেক্ষণী ধ্যানে পড়শীদের ঘুম ভাঙে মাঝরাতে বাতাসের মিহিস্বর আলতো করে ঠোকর মারে জানালার কপাটে অথচ ভেন্টিলেটরে তার সমূহ আপত্তিবিশেষ।   একদিন, একদিন এভাবে করে কেটে গেছে অনেকদিন দখিনা হাওয়া নাম লিখিয়েছে...
>>

দোহাই

14/07/2012 18:22
  পরিস্রুত জলের দোহাই এখানে একদিন মাংসের হোলিতে মেতেছিল আশ্চর্য যুবা গলিপথে তার চকিত চাহনি অথবা আচানক শিকড়, কত জল বয় শিরা ধরে আচানক ঢঙে আমি কী জেনেছি তার ছলা একান্ত সময়ে মাংসাশী হয়ে!   এভাবে দিন বয় দিনের পথ ধরে বয়সের ভারে পেকে আসে মাথার চুল কমে আসে কব্জির জোর,...
>>

আদি প্রেম

14/07/2012 18:21
  একটা তীব্র পেলব রাতের অপেক্ষায় আছি যার অধর ছুঁয়ে যাবে মখমল রঙে আমি ছুঁয়ে যাবো তাঁর হৃদয় অলিন্দ্য; পোড়ামুখি নয় সপ্রতিভ আবেশে, শুনেছি, রাতের গতরে জড়িয়ে থাকে অশেষ ওম আমি ওম ছুবো, ওমের গতর ধরে টান দিয়ে ভেতরে দেখে নেবো নির্নিমেষ মোহময়তা, মোহময়তায় আমার আকাঙ্খা ঢের তাই ফি-রাত...
>>

বৈশাখি সুর

14/07/2012 18:20
  কল্পলোকের সাঁতার প্রতিযোগিতায় পরিশ্রান্ত যুবক চোখে-মুখে বিগত রাতের ঘুম ঘুম ভাব তখনো বর্তমান আকাশে প্রতীক্ষিত চাতকের উদ্দীপিত চাহনির দাগ আর খাঁ খাঁ রোদ্দূর শেষের দূর্বিনীত মাঠ প্রতীক্ষার দড়ি বেয়ে ওঠতে চায় কাঙ্খিত লক্ষ্যে, খানিকদিন আগে পোড়াবাড়িতে নির্বাসনে যায় সুড়ঙ্গ পথ সপ্রতিভ...
>>

যে যেখানে

14/07/2012 18:14
  পালিয়ে কোথা যাবে তুমি বড়জোর পাখি হবে- পালক খসা বৃথা ডানা ঝাপটানো শেষে ঘামে জবু থবু তৃষ্ণায় পান করবে যে নোনাজল সেখানে আমাদের হাপিত্যেশ গাঢ় হলে পাখি হয়েও আকাশে বিতৃষ্ণ হবে আমরা করে যাবো শ্মশানঘাটে শ্লোকপাঠ।
>>

পাড়া আর পড়শীজন

14/07/2012 18:13
  পাড়ায় ধুন্ধুমার হাঙ্গামা লেগে গেলে আমাদের সবাই আকাশ দেখতো জানালার আড়ালে নিজেদের লুকোবার আচানক প্রত্যয় অথচ অদূরে মিটি-মিটি হাসতো সুনীল আকাশ, আকাশের সাধ ছিল একদিন হাঙ্গামা দেখার তাই কায়ক্লেশে কোন এক বৈরি সময়ে নেমেছিল ধরায় মাটির কাছাকাছি আসবে বলে হাত পাতে সূর্যের কাছে পাছে...
>>

চরিঞ্চুকালে বসে সিগারেট ফুঁকে কবির য়াহমদ

14/07/2012 18:08
  আমার বত্রিশে পৃথিবী হাজার ছাড়িয়ে যায় জমাট বাঁধা জিহ্বাতে আটকে যায় কাল আর দিগন্তবিস্তৃত মহাকাল হাজার বছর বয়েসী বটের শাঁখে হাওয়া লাগে পৃথিবীর কপট অন্ধকার মুখ ঢাকে চুপিসারে আঁটকে যাওয়া জলসাঘরে- একদিন নক্ষত্ররাজি হালখাতা খুলে নিঝুমদ্বীপে পা ফেলতে অদ্য ভুলে যায় বহতা কালে অথবা তার...
>>

কথা: কিছু বলা আর কিছু না বলা!

14/07/2012 18:08
  আমার কিছু বলার ছিলো বলা হয়নি এখনো!   আমাদের বলার কাল দ্রুত বয় আর আমরা ছুটি তুলনামূলক ধীর লয়ে তাই প্রায়শই তাকে ধরা হয়না; ছোঁয়া যায়না। সেই কবে এ পথ তার পথে নাম লিখিয়েছিলো কে জানে হয়তো চলবে বলেও মনস্থির করেছেও। মাঝে মাঝে যখন ভাবতে বসি আমাদের আগমনের হেতু কিন্তু কোন এক জায়গায় এসে...
>>

আলো

14/07/2012 18:07
  যে তুমি বসা আছো আলোর সমান্তরালে তোমা থেকে উদগীরণ হয় আরো কিছু আলো আলো চাই আমি নিখাদ আলো- এক পশলা বৃষ্টির মত অপার আলোর ভেসে যেতে চাই আকণ্ঠ।   যে রাত রোজ রোজ আঁধার নিয়ে নামে তার অপর পিঠে বাকী কিছু আলো আমি রাত হাতড়াই আলোর খুঁজে, আলো, আলো নির্ঝঞ্জাট আলো আমাকে আমা থেকে...
>>

কমে যায় দিন; জীবনের আয়ু

14/07/2012 18:06
  দিনভর রাত খুঁজি রাত এলে পাখা মেলে দিবাযাত্রার স্বপ্নপালক সেই কবে থেকে এ পথে পা বাড়িয়ে পায়ে পায়ে হাঁটা হয়ে যায় অগুন্তি পথ কত পথ, শত পথ মাড়ানো পথ আলগোছে হাসে নিজস্বতায় কেউ কখনো বৃথা মনোরথে নিজের আগল আগলায় ব্যতিব্যস্ততার মুখোশ অথবা অসহায় চোখ গা-ঢাকা দেয় খানিক অবহেলায়।   যে...
>>

কমে যায় দিন; জীবনের আয়ু

14/07/2012 18:06
>>

গতির গোলক

14/07/2012 18:05
  আলগোছে ব্যস্ততম দিন ডাকে দিনান্তে ফেরে আপনার ঘরে ঘরে ঘরে ঘরময় হয় সব। ঘরের প্রতিবিম্ব পড়ে থাকে মেঝের ‘পরে মাঝ বরাবর জ্বলজ্বল করে রক্তালু চোখ; জঠরজ্বলা চোখ কাল সারারাত পাতে পড়েনি যার একমুটো দানাপানি সে অদ্য ভোরে নেমে পড়েছে প্রেমসন্ধানে।   প্রেম, প্রেম সে কোন এক মাতাল প্রেম...
>>

খেলপুতুল

14/07/2012 18:04
  যাদুবাস্তবতায় আছি, আছি ঘোরে- আত্মঘোরে দিন দিন প্রতিদিন দিন গুনি, দিনের ফেরে আটকা পড়ি দিনান্তে দিনের কাছে আসবো বলে রাত কাটে অযথা ঘোরে, ঘোর, ঘোর দিনের ঘোর; রাতের ঘোরে আটকায় কদাচিৎ রাত গুনি রাতের গহীন থেকে রাতভর এভাবে কেটে যায়, কাটিয়ে দেয়া হয়ে যায় মনে হয় ঘূর্ণাবর্তে জীবন- সে...
>>

মৃত্যুঘন্টা বাঁজার আগে

14/07/2012 18:03
  মৃত্যুঘন্টা বাঁজার আগে একবার চেয়ে নাও নিজেকে কেমন ছিল তোমাদের অতীত কিংবা তার আগেকারক্ষন যেমনটা ছিল তোমাদের পূর্বপুরুষ তার কিছু কী পেয়েছিলে তুমি না-কী সবকিছুই ফেলে এসেছো অলুক্ষণে দিনের কাছে; এ দিন সেদিন সেসব দিনের কাছে হাত পাতে খাঁ-খাঁ হাত সেই আগেকার মতই থাকে কপর্দকহীন একটা...
>>
All articles

Items: 106 - 120 of 156

<< 6 | 7 | 8 | 9 | 10 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।