পালক

14/07/2012 22:27

 

চোখে চোখ মেলে দেখো-
চোখেই সাগর জমে একফোঁটা জলের আশায়
যে দিন গত হয়েছে কাল কালের স্রোতে
তার অধরে জমে ছিলো কিছু জল
জলসিঞ্চনে খাঁ খাঁ মাঠ, প্রতীক্ষায় কেবল চাতক পাখি।
 
এ পাখি, পাখি যার মোহময় সোনালী পালক,
পালক খসানো কালে আড়মোড়া ভাঙে ঋজুবর্তী হয়ে
একদিন পাখিসমাজে আবির্ভাবকালে নিজেকে চেনেনি সে
তবু মেলেছিলো ডানা দূর আকাশে-
আকাশে সাধ ছিলো তার, আকাশের স্বাদ নেবার
আকাশও দেখেছিলো সে নিজস্বতায়;
সংজ্ঞায়নও করে বসে ইত্যবসরে।
 
চোখ যার পাখি তার আকাশে ভাসে পালক ফের
গতকাল গত হয় কালের স্রোতে কেউ পায়নি যার টের!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।