গরীবের সংবিধান

14/07/2012 22:24

 

গরীবের সংবিধান থাকার নিয়ম নাই
তারা গরীব, আজন্মই গরীব
তাই সংবিধানের ধারা-উপধারাগুলো মুখ থুবড়ে পড়ার নিয়ম গরীবীয়ানার কাছে
অন্ধ জাদুকরের মতো তারা হাতড়ে বেড়ায় গণতন্ত্র
তারা গরীব তাই গায়ের রঙ হয়ে যাবে পানসে আর
সাদা চামড়া হয়ে ক্রমে হয়ে পড়বে ফ্যাকাশে,
গরীবের বাচ্চাদের পেট মোটা হলে তারা সমুচ্চ ধিক্কার কুড়ায়
পুষ্টিহীনতা নাম দেয় তাদের অথচ বিপরীত শ্রেণীদের বলে নাদুস-নুদুস।
তারা জানেনা জন্মনিয়ন্ত্রণের ছলাকলা তাই একমুটো শান্তি আছড়ে পড়ে
পোয়াতি বউদের কোলে; বুকে। সটান হয়ে এলে দেয় বিছানায়
চোখে ভাসেনা কখনো চাঁদের আলো, হয়ে যায় অশ্লীল সঙ্গম
কারণ তারা গরীব আর গরীবের সঙ্গম সুখ থাকতে নেই।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।