কাউয়াদের শহরের একটা অদ্ভুতুড়ে কাক

14/07/2012 22:46

 

এটা ঠিক যে এ শহরে পাখি ওড়ে। ডানা মেলে চলে একান্ত। নির্ঘুম থেকে কী-বোর্ডের বাটন চোখের সামনে নিয়ে নিয়ে বসে প্লে-বয় ম্যাগাজিনের রগরগে প্রচ্ছদ আর টসটসে কাহিনী। সারা রাত এভাবে কাটিয়ে একটা সময়ে ঢলে পড়ে অনাহুত ঘুমে।রেকে বাসি হয়ে পড়ে থাকে এক্সরেটেড নূতন কোন ডিস্ক। এটাকে তারা সগর্বে জাহির করে উদ্দাম যৌবন বলে।
 
এটা স্রেফ কাকতাল যে তুমি-আমি মিশেছিলাম মুখোমুখি অথচ মিলিনি ক্ষণিকের জন্যেও। আমার ঘুরিয়ে নেয়া চোখে তোমার অন্তর্গত যে কান্নাটা আমি পড়েছিলাম তা শেল হয়ে বিধেঁছিল খুব একা হবার মুহুর্তে।
 
এটা ঠিক যে তুমি রাত জেগে অনলাইনে সার্চ করে খোঁজে ফেরো নবতর কোন ই-ফ্রেন্ড। এমনটি আমিও ছিলাম।
 
এটা ঠিক যে এখন আমিও রাত জাগতে শিখে নিয়েছি। কাউয়াদের শহরে একটা অদ্ভুতুড়ে কাকের ইতিহাস অতীত হতে খুব বেশি বাকী নেই।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।