পা

17/07/2012 21:48

 

একটা  পা আরেকটা পা’র খুব আপন
সচরাচর আমন্ত্রণ জানায় পথে নামার
পা'গুলো পথে নামে পা'দের সাথে
তারপর দিন-রাতের কোন এক সময়ে
রঙিন প্রজাপতি হয় যুগল পা রূপে।
 
দুইটা পা মাঝে মাঝে একান্ত সময়ে
মিলিত হয় একান্তজনের-
মাটি ছেড়ে আকাশমূখি হয়ে যায়
নিঃশ্বাসের বাষ্পরূপ নিবন্ধন করে রাখে
এক নিরীহ ছাঁরপোকা।
 
এক জোড়া পা'তে নূপুরের ঝংকার
এ এক আয়েশি কল্লোল সমুদ্র গর্জনে
আমার গরীব পা'গুলো অপেক্ষায় থাকে সতত,
ভ্রম হয়, ভ্রম কাটে-
মনে হয় শির হয়ে আকাশ পানে উঁচিয়ে রাখি তার পা!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।