তুমি আসবে!

19/07/2012 10:10

 

জেনেছিলাম তুমি আসবে, তাই
সকালের রোদকে ছুটি দিয়েছিলাম আলতো কর
দুপুরকে আহ্বান জানিয়েছিলাম নিজের মতো করে
থমকে দাঁড়ানো সময়টাকে দাঁড় করেছিলাম তোমার অপেক্ষায়!
 
তুমি আসবে, তাই গতরাতে নামেনি জোছনামালা
চাঁদও দাড়িয়েছিল ঠায়, ভুল করে যদি ছড়াতে যায় সমূহ আলো।
তোমার অপেক্ষায় কাটিয়েছিল নিশাচর পাখি
ফলতঃ গতরাতে সে বাঁধেনি কোন সুর
বাঁশবনে লাগেনি কোন মৃদু-মন্দ হাওয়া
ঠায় দাঁড়ানো আর সবেও জেনেছিল তোমার আগমনী গান।
 
তুমি আসবে, তাই অদ্য ভোর- ভোর হয়েছে আগে-ভাগেই
তোমাকে ঘিরে থাকা আমার বাগানে আজ ফুটেছে হাসনাহেনা ফুল
তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে বলে
কুণ্ডলী পাঁকানো মগজেও খুলেছে সমূহ জট।
 
তুমি আসবে বলেই নিশ-পিশ করা শিখে গেছে
তোমার ছুঁয়ে দেয়া আমার এই হাত।
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।