রাত আর ঘুমের কৃষ্ণপাঠ-২

14/07/2012 23:05

 

রাতটা ভোর হলে কে জানি বলে-ঘুমিয়ে পড়ো
ঘুমাও তুমি তোমার নিজের মত করে
আলগোছে জমিয়ে রাখো বিগত রাতের যত ক্লান্তি
ঘুমিয়ে পড়ো যেমনটা ছিল গতরাতের শেষ দৃশ্যের প্রারম্ভিক আবেশ
পূণঃ পূণঃ অভিনয়ে সিক্ত করো শিশিরস্নাত নরোম ঘাস
পূণঃবার স্বপ্নের দ্বার বন্ধ রেখে খুলে দাও-
অজানিত ভ্রুণমালার শ্বাশত সফেদ শাস
ঘুমাও!ঘুমাও! সেই পূর্বেকার মত যা ছিল বোধের অতীত
পূণঃঅভিনয়ে সিক্ত করো সমূহ অজানিত কূহক
একচিলতে অবিশ্বাসকে সঙ্গী করে আবারো ঘুমাও
জন্মের মত, জন্মের আগেকার মত আবার শেষবারের মতও।
 
রাতটা শেষ হলে কে জানি বলে এখনো ঘুমোবে
তোমার ঘুম ঘুম চোখের পিচুঁটিতে জাগতিক অসূর
খুব ঘুমোলে বন্ধ হয়ে যায় সুর-সূরার টাকশাল
কন্টকমুক্ত পথেও চোখে পড়ে আগাছার বন
সাহারা আর অ্যান্টার্কটিকা একীভূত হয়ে তেড়ে আসে
কোথা পালাবে তুমি দেয়ালে ঠেকানো পিঠ।
 
রাতটা শেষ হলে কে জানি বলে আবারো সামনে রাত
শেষ হয়েও শুরু হবে আর একটা ঘুমকাতুরে পাঠ
আর একটা রাত ডাকে দিনকে মাড়িয়ে দিয়ে
আর কিছু কর্মযোগ হেলায় কাঁদে বৃথা মনোরথে
আর একটা রাত মানে আরো কিছু ঘুমের শুরু
আর কিছু ঘুম মানে আরো কিছু পাতাহীন তরু।
 
রাতটা ভোর হলে কে জানি বলে এই কেমন আছো
ঠাঠ্রায় কেউ বলে-কেমনে যে তোমরা বাঁচো!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।