দোহাই

14/07/2012 23:05

 

পরিস্রুত জলের দোহাই
এখানে একদিন মাংসের হোলিতে মেতেছিল আশ্চর্য যুবা
গলিপথে তার চকিত চাহনি অথবা আচানক শিকড়,
কত জল বয় শিরা ধরে আচানক ঢঙে
আমি কী জেনেছি তার ছলা একান্ত সময়ে মাংসাশী হয়ে!
এভাবে দিন বয় দিনের পথ ধরে
বয়সের ভারে পেকে আসে মাথার চুল
কমে আসে কব্জির জোর, ভাবনাসমূহ
দিনের কলা তীব্রতায় নিশুতি রাত
হেঁকে যায় আলগোছে রাতজাগা পাখির ঠোঁটে!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।