করুণার জল বড়ো ঘোলা হয়

14/07/2012 23:06

 

গল্পচ্ছলেই হোক কিংবা বাস্তবতায়- যতটা
তাঁত বুনবে তুমি-
বিকেলে দেখবে তেমনই জমেছে ফল
তবে অদ্য জেনে গেছে সব,তুমি
এক পালছাড়া নৌকোর দিকহীন মাঝি
এখানে হিসেবের গরমলে আলগোছে
বেলা গড়ালে বাজারমূল্য সামনে আসেই।
সওদায় বসিনি যদিও তবু আমিতো
অংকে কাঁচা ছিলাম না কোনকালেই
আর এতো-
আস্ত কুমড়ো, দেখতেই হয় ভেতরকার হালচাল।
মেয়ে,
যদি কভু হারো নিজের অথবা আর কারো কাছে
ফিরতি পথের ধূলোও বিতৃষ্ণ হবে
নিঃস্ব হবার সাধ যদি জাগে কখনো
নৈঃশব্দে ভেবে দেখো-করুণা নেবে শুধুই করুণা।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।