রাত আর ঘুমের কৃষ্ণপাঠ-১

14/07/2012 23:05

 

রোজ রোজ ভোর হলে আমি জাগি স্বতঃস্ফূর্ত
আমার মস্তিস্কের নিউরনে কে জানি বলে ওঠে
এ বেলা বয়ে গেলে কোথা পাবে সেই বেলা
তাই আমার এ হন্তদন্তভাব-হেসে ওঠে দেহকোষ
আর একচিলতে জীবনটাকে যে ফাইলে বন্দী রেখেছিলাম
তার সদর দরোজায় কোন বাঁধা নেই বলে
ফের অবগাহন করি দেহজ প্রাগৈতিহাসিক বন্দরে
আমার পূর্বপুরুষীধারা সেখানেও জ্বলজ্বলে তাই
ঈষৎ লজ্জ্বায় আবারো ফিরি আপন কেন্দ্রবৃত্তে।
 
রোজ রোজ ভোর হলে আমি জাগি স্বতঃস্ফূর্ত
আমার জাগরণকালের নিকট অতীত বোধে অজ্ঞাত
কিন্তু ভেতরে ভেতরে তার অন্যজগত তাতে
সন্তর্পণে উঁকি দিলে ঝলসে যায় চোখ-দু'চোখ
তাই সব দেখেও কিছু দেখি না-যেন দিকহারা পথিকজন
তাই ঘুমঘুম চোখে মাঝে মাঝে নির্ঘূম রাত কেটে গেলে
ভোরের সোনালি স্বাদটুকু নেয়া হয়না ফি-দিন।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।