বহতা

19/07/2012 22:36

 

দেখে দেখে বেলা যায় অবেলায়
পথচলতি যে পথিক গোণে দেখেনি সাত-সতেরো
এ নিয়ে বিস্মৃতজন বাক্যবাণ ছুঁড়ে- নিজেও
ফি বার দেয়ালে তুলে নবজন্মের বর্ষপঞ্জিকা;
এ সুরমার ঘোলাজল চুল খোলে ভাবতে বসে
সেই কবে প্রসব করেছিল চকচকে নীল।
গতরাতে স্বপ্নদেখে জংধরা পিলার
ভোরের খানিক আগে জেগে ওঠে হা করে বসে সূর্যপানে
অমৃতসন্ধানে; কে কবে ভেবেছে খসানো পলোস্তারাতেও
প্রাণজ সাম্পানের ঢেউ লেগেছে-
শুয়েছিল যে সেও ওঠে বসে
বসা ছিল যে সেও খাঁড়া হয় ঋজুভঙ্গিমায়
পাতা থেকে পাখি, ঘাস থেকে হাঁস আঙ্গুল গোণে
                সুরমায় গড়াবে জল নীলাভ নিষ্কলুষ। 
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।