বয়স্কদের কোন নীল আকাশ থাকতে নেই

14/07/2012 23:30

 

ঘন কালো রাতে মাঝে মাঝে হাতছানি দেয়
বিশাল আকাশ-
অর্ন্তচোখ ঈশারায় ডাকে মিহিস্বর কানে আসে তার
আশপাশকার জন নির্বাক থাকে বয়স্কজনের মতো।
 
মাঝে মাঝে আকাশ রঙ বদলায় নিজস্ব ঢঙে
যেন পেখমতোলা জলের মতো হাতড়ানো পথ
যারা চেনে তাকে তারাই কেবল পড়তে পারে
সে পথেও বাস ছিলো এক আজব কূয়োর,
কেউ কেউ ভাবে কোন সে কূয়ো অথবা আদৌ কূয়ো কোনো
এ যে এক সাক্ষাৎ দলাপাকানো মেঘভেলা
ক্রমশ ভেঙ্গে চুড়ে নেমে আসে মাটির দিকে।
 
ঘন কালো রাত মেঘমালা জমানো এক আজব জুজু
উত্তরাধিকার ধারণ করে তার পূর্ববর্তী থেকে
সে রূপকথা যুগ থেকে ডেকে চলে বাছাইজনদের,
প্রেম-অপ্রেম দ্বন্দে যারা মাতে
তারা প্রত্যুত্তর হেলায় বসে পড়ে ঠায়
তাদের গায়ের চামড়া ঝুলতে থাকে
তারা বয়স্ক হতে থাকে দিনে-দিনে-
তাদের কানে-কানে প্রতিধ্বনী হয় সে মেঘধ্বনী-
বয়স্কদের কোন নীল আকাশ থাকতে নেই!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।