Blog

দেশপ্রেমিক

25/09/2012 23:09
      জলবাষ্পে দেশপ্রেমিক জলের সাথে জলকেলি  নাতিদীর্ঘ বক্তৃতা শেষে আমরাও একদিন- হয়ে যাব এক আজব দেশপ্রেমিক!      
>>

আকাঙ্ক্ষা

25/09/2012 23:04
  আমাকে বোধটুকু জাগিয়ে দেয় বৈরি জাহাজ দুরত্ব কাহাতক জানে না শিল্প জাদুঘর বৃত্ত থেকে বৃত্তায়ন হয়ে চন্দ্রবিন্দু- কোথা গেলে টানা যাবে অভব্যতার রাশ। সমুদ্রে নেমে আবিষ্কার করেছিলাম নুড়ি সমগ্র হাতে হাতে উঠে আসে সভ্যতার ফসিল উন্মুক্ত বাজারের টুকরিতে বসে হয়েছিলাম সওদাপণ্য অগুন্তি মাথার...
>>

বৃষ্টিসুখ

25/09/2012 22:58
  তপ্ত দুপুরে এসো দাঁড়কাক হই শোভিত উদ্যান ছেড়ে নেমে আসো পিচঢালা পথে এখান দিয়েই হেঁটে গেছে আমার পূর্বপুরুষ দেখিয়েছে, কিভাবে হেঁটে আপাতদৃশ্য না হাঁটা পথে। একদিন হাজার মাইল দূরের সূর্য্যালোক আমাকে ডেকেছিল অভিসারে অভিসারী মন, তবু আগ-পিছ না ভেবে বারণ করেছিল  কারণ ওখানে কেঁচোর ভয়;...
>>

ভোর

25/09/2012 22:36
    নির্বিষ ভোর জানে কালের পাঠ আচমকা বিসম্বাদ হামলে পড়ে অহর্নিশ ছায়ার সাথে হেঁটে যায় আর এক ছায়ামানব। খুব ভোরে কাঁথাসেলাই,অহেতুক বিলম্বিত পাঠ দরোজার সামনে দরোজা হয় আরেক দরোজা, সমর্পিত হয় সব সমর্পন ঢঙে;নিদারুণ সহজিয়ায়। পালাবার পথ আসে পালাতে বলে- পালাবো কোথায়;আমাকে ঘিরে রেখেছে...
>>

গ্রামীণ ব্যাংক

15/09/2012 02:01
  দিনে একটাকা করে জমিয়ে রাখো পরকালে পাবে তুমি সত্তরের নিকাশ, দিনে একবার করে হলেও সঙ্গম করো পতিব্রতা নারী আহ্লাদে হেসে মরে- এ কেমন নিয়ম, ঋতুবর্তী দিনেও?   এ আমাদের কর্মবিধি অশিক্ষিত কালরাত্রি চেটেপুটে খাও, নিদারুন অভিজ্ঞতা আর সত্যাসত্য বিস্ময় আহ্লাদিত নারী জানে যজ্ঞের...
>>

বাহুল্যসম এক

12/09/2012 21:58
  শামিয়ানার নীচে আন্ধার জড়ানো উপরে হেসে ওঠে চৈত্রের রোদ বোধের নৈবেদ্য জড়িয়ে রেখে আকাশে ভাসে তুলতুলে ক্যানভাস। ঔপনিবেশিক মাত্রা ভঙ্গ করে ভোরের আলো ঐশীশক্তির দেখা পেতে এক পা এগুতে যায় সম্যক দৃষ্টিজ্ঞান এ সব বাহুল্য মাত্র, খোলস ভাঙে প্রতীচ্য মন।   আজ এক ফোঁটা বৃষ্টি ঝরুক...
>>

নীল চাঁদ

09/09/2012 02:22
  একটা আস্ত চাঁদ, নীলাভ ভীষণ মনের নোঙরে ঢুকে পড়ে আচমকা বিষাদে নদীর বুকে বাতাসের ফাঁকে কদাচ চোখ যায়, বিষাদে মাখামাখি আলগা পথ মাঝপথে, উতলে ওঠে নদীর বুক খবরটি হয়ত গুরুত্বহীন, তাই ছাপেনি কোন সংবাদপত্র। সেদিন দখিণা হাওয়ার গায়ে ভেসেছিল একটা টুইটুম্বুর কামার্ত বুক নগরের অলিগলিতে...
>>

জানে অবনত পাতারা

25/08/2012 01:43
    অবনত পাতারা জানে শৃঙ্খলিত গ্রামের মাটি অবনত পাতারা জানে উল্লসিত রতিক্রিয়া।   বর্ষণ শেষে নিরুত্তাপ ভূধারায় নামছে এক কঠোর বাষ্প ঊর্ধ্বপানে তাকিয়ে থাকে কালের মশাল তারা উপলব্ধির দরোজায় টোকা মারে শিক্ষিতজনের শীতলস্নেহে জড়িয়ে নেয় কালের ওম, তাদের কথা আলাদা যারা আলাদা...
>>

বোতাম

27/07/2012 23:47
  মাঝে মাঝে মাঝপথে থেমে গেলে সামনে-পেছনে থাকে অবারিত কিছু পথ দৃশ্যত সামনের পথ খোলা থাকলেও পা বাড়াতে সমূহ ভয় তবু ভয়কে জয় করতে হয়- এ যে জীবনের পাঠ। জীবনকে ভাবার আগে যে জীবন তুমি করেছিলে আপন কতক মাত্র পদক্ষেপে কী এক অজানিত ছবি যে স্বপ্নকে তুমি সাজিয়েছিলে মনের কপোত ঘরে কোনো এক...
>>

লোমরাজ্য

26/07/2012 22:17
  ক্রমশ লোমশ হাতে জন্মায় রাজ্যের লোম এ যে লোমরাজ্য, ভুলে যেতে বসে লোমের ব্যাকরণ একদিন আমাদের থেকে আমার আমিত্বকে বাদ দেয় অযথা তাই একদিন দেখি আমাদের থেকে আমি নাই আমাকে বাদ দিয়ে আমাদের তরী এগিয়ে চলে নিজস্বতায়।   লোমরাজ্যের বাদামী লোম কালো হলে বদলায় আকাশের রঙ দখিনের...
>>

ঘুম নিয়ে নির্ঘুম রাতের কাব্যকথন

21/07/2012 01:43
  একদিন ঘুম ঘুম চোখে আমি পাড়ি দেবো ঘুমের বাড়ি, তাই দিনকার প্রাত্যহিকতা লুকিয়ে রেখেছিলাম আমি যতন করে তোমাকে ভেবে ভেবে কত রাতকে রূপান্তর করেছিলাম দিনের রূপে কত দিনকে দেখিয়ে দিয়েছিলাম রাতের পথ তবু ঘুম, আকণ্ঠ ঘুম, নিমগ্নতার চাদরে ঢাকা ক্লান্তিহীন ঘুম।   ঘুম দাও, হে ঘুমের রাণী...
>>

আমার মৃত্যুদিনে

20/07/2012 11:07
  আমার জীবদৈহিক মৃত্যুদিনে মানুষের ঢল নেমেছিলো কিছু চাপা কান্না আর অভিসম্পাতে ভারী হয়েছিলো পরিবেশ কিছু কিংকর্তব্যবিমূঢ়তায় বুঝে উঠতে পারিনি অনেকেরই প্রতিক্রিয়া।   আমি ছিলাম ঠায় জাগতিক নীরবতা ভর করেছিলো মুহুর্তেই এ এক অদ্ভুত দৃশ্য আমাকে দিয়ে সাজানো মঞ্চ অথচ অংশগ্রহণের...
>>

যমদূতের প্রতীক্ষায়

19/07/2012 22:55
  সামান্য সর্দি-জ্বর অসামান্য রূপ নিলে আমাকে দেখাতে চায় যমের বাড়ি যমের বাড়ি অদ্ভুত কী অসামান্য ঢঙ তার আয়েশি ভঙ্গিমায় ঘুরে ফেরে সে বাড়ি থেকে বাড়ি।   মাঝে মাঝে ভাবি কতদিন হয় দেখিনা তারে দেখেছি বলেও মন বলেনি কভু, তবু ভাবি হয়তো কোনকালে দেখা হয়েছিল অচেতনতায় দেখবো বলে শুরু...
>>

এক বেপথু ফুলের গল্প

19/07/2012 22:54
  বারান্দায় ঝুলে আছে ফুলের টব ছড়াচ্ছে গন্ধ আমৃত্যু মেকি এক রোদের দেখা কোনকালে পায়নি বলে কোন জনমেও এতটুকু প্রাণের পরশ লাগেনি গায়ে তবু তাকে ফুল বলে জানে সবে-আমিও বাগান ছেড়ে আশ্রয় নিয়েছে সে ছাদের তলে ওখানে কীসের ভয়-কীটের? জানেনি কেউ দিনে দিনে কতদিন যায় তবু ঝরে না যেন ধর্মভোলা...
>>

জল

19/07/2012 22:54
  জলের সাথে জলকেলি খেলে কিছুটা যৌবন ভাগ করে দিয়েছি মাছরাঙার ঠোঁটে সদাশয় জল ভোরের প্রারম্ভে কিঞ্চিত আপত্তি জানালেও প্রভাতের রক্তিম আভায় ঝেড়ে ফেলেছে সমূহ রাগ কাল দখিনা হাওয়া বেড়াতে এসে শুধিয়েছে জলসংযোগের সবিস্তার অথচ আড়চোখের চাহনি হজম করতে গিয়ে শুষ্কপ্রান্তরে পেয়েছি পিছল...
>>
All articles

Items: 31 - 45 of 156

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।