বৈশাখি সুর

14/07/2012 18:20

 

কল্পলোকের সাঁতার প্রতিযোগিতায় পরিশ্রান্ত যুবক
চোখে-মুখে বিগত রাতের ঘুম ঘুম ভাব তখনো বর্তমান
আকাশে প্রতীক্ষিত চাতকের উদ্দীপিত চাহনির দাগ
আর খাঁ খাঁ রোদ্দূর শেষের দূর্বিনীত মাঠ
প্রতীক্ষার দড়ি বেয়ে ওঠতে চায় কাঙ্খিত লক্ষ্যে,
খানিকদিন আগে পোড়াবাড়িতে নির্বাসনে যায় সুড়ঙ্গ পথ
সপ্রতিভ ধারার ধারাবাহিকতা এখানেও ধারাবাহিক বলে
পূর্বতন নিয়মের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই ফি-বছর।
 
আকাশের আচমকা পরিবর্তন স্বতঃস্ফূর্ত স্বাভাবিক
সবুজ বনানীর উদ্দাম আন্দোলনে কাঁপে সারা দেশ
ভালোবাসার ফেরি করে বেড়ায় দখিনা বাতাস
গ্রাম্য সংস্কৃতির অনুষঙ্গের সুযোগের সদ্ব্যবহারে উল্লসিত চারণ কবি
হালনাগাদ বৈশ্বিক সংস্কৃতি তখন অসহায় কুলোব্যাঙ
কংক্রীটের শহরে গ্রাম্য কুঁড়েঘর সপ্রতিভ
সানকীর পান্তাতে নাক ডুবায় আধুনিকতার পূজারি
 
চৈত্রের খরা ভেসে যায় মাটির টানে আর বৈশাখি সুরের অনুরণনে।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।