Blog

ছায়া

14/07/2012 18:01
  তোমার অধর ছুঁয়ে যাবে নগ্ন হাত অর্ন্তচক্ষে খসাবো বৃষ্টির জল শীতল পরশরূপে বয়ে যাবো হৃদয় অলিন্দে মগজের নিউরণে জড়াবো নবতর চিন্তার জাল তখন তুমি শিউরে উঠবে চোখ বুজে বসে থাকবে হার্দিক আগন্তকের প্রতীক্ষায়   তোমার এ শরীর ও শরীরিভাষা শিহরণি প্রতিরূপ ধীরে যে বেলা বয় তার পথ...
>>

প্রশ্নবোধক

14/07/2012 18:01
  আর একবার নিজেকে ভেঙেছি আমি বিকেলে দেখি তোমার মোহনায় ঠাঁয় হয়ে রয় সব দূর থেকে ভাবলে তোমাকে আকাশ লাগে কাছে এলে অন্যকিছু কাছ-দূর একাকার হলে বোবাভাষাজ্ঞানের প্রতিযোগিতা ঈশ্বরসম আধিপত্য একান্ত অথচ নিয়ন্ত্রিত নিজেতে; মেয়ে, তোমাকে দেবো বলে সব নিজেকে বলেছি আজো অন্তঃজজন সায় দিযেছে...
>>

আত্মপরিচয়

14/07/2012 17:47
  জন্মের পর সত্যই জন্মেছিলাম যেদিন সেদিনই চিনেছি নিজেকে। মাটিচাঁপা দেয়া সুবোধ চারা যেমন ক্রমে সুশোভিত করে সব আমিও তেমনই। প্রথমে আলো জ্বেলেছি আমাতে তারপর পরিপাশ্ব।   পাঁপ ছুঁয়নি আমাকে বলিনি কখনো যদিও সব আজ বোধের অতীত বলে জানান দেয় নিয়ত। আমি সৃষ্টিপ্রাম্ভক্ষণে জলের পিঠে সওয়ার হয়ে...
>>

জন্মশতবর্ষের কবিতা

14/07/2012 17:46
  একদিন আমারও জন্মশতবরষ হবে তখন হয়ত তার স্বরে গেয়ে যাবে কোন পাখি কোন কোন মাছরাঙা তার শিকারি ঠোঁটে  আয়েশে পেটে পুরবে কুন অভাগা পুটি কোন আচানক বনে অযথাই নীড় খুজবে কুন পতঙ্গ অযথাই এক হাপিত্তেশ সঙ্গী করে বাতাসে ওড়বে অশরিরি কোন।   একদিন যেদিন জন্মেছিলাম আমি সেদিন দিনটা...
>>

কাছ-দূর

14/07/2012 17:43
  যত দূরে যাও তুমি আমি চলে আসি তত কাছে যত কাছে আসো তুমি আমার অপ্রকাশ্যজন তত পিছু ডাকে স্বভাবত কাছ-দূর একাকার হলে তুমি গড়ে নাও তোমার পৃথিবী ভালোবাসার; একান্ত ভালোবাসার। তোমার সে এক পৃথিবী যেখানে অমাবশ্যা নামে না সতত ধারণ করে বসে থাকো পূর্ণিমা অগুন্তি আকাশের স্বত্ব নিজের করে...
>>

রাত

14/07/2012 17:42
  রাত হলে তুমি বদলে যাও তোমার চিরচেনা কন্ঠে ভাসে অন্যজন অন্য কেউ এসে ভীড় করে তোমাতে যেখানে আমার উপস্থিতি ছিল সেখানে ভর করে নিস্তরঙ্গ দূপুরেমূর্তি; এই কদিন আমি তোমাকে পড়েছি খুব অথচ কোন এক গলিতে এসে থমকে যায় সব।   তুমি কী প্রকাশ হবে আমার...
>>

ভোর

14/07/2012 17:41
  ভোর হলো যে তুমি বসা আছো আলোর সমান্তরালে তোমা থেকে উদগীরণ হয় আর কিছু আলো; তুমি তো আলাধার দৃষ্টিপ্রখরতার আলোঝরা রোদ অন্ধজনের মনে একচিলতে সুর   এ আমি রোজই যাই আমা থেকে অনেকখানি দূর জামার আস্তি্নে তবু জমা রয় একমূঠো রোদ্দূর।  
>>

পথের গল্প

14/07/2012 17:40
  দুইটা পথের গল্প শোনালে তুমি কোনটা যুৎসই তুমিই ভাবো তবে ছাঁদটা না হলেই যে নয় তাই হেটে আসো তোমার পূর্বতন পথে শুনেছি সে পথ নুড়িতে ভরা তবু সে-ই তো আবার পায়ে হাটা পথ বলে পথ হারাবার ভয় নেই মোটেও।   অদ্য বাতাসকে দখল করেছে শীতপাখিরা এখানে তোমার অবগাহনে আমার সমূহ...
>>

রাতভর বৃষ্টি শেষে ভোর অবধি দেখা মেলেনি খানিক সূর্যের

14/07/2012 17:35
  নদীতীরবর্তীজন নদীকে ভাবে আড়ষ্ট আয়না বলে ফি দিন গোসলের আগে দেখে নেয় আপনার মুখ এপাশ-ওপাশ করে ভ্রুকুটি ছোঁড়ে যেন পূর্বপুরুষের দায় পূর্বপুরুষ উত্তরপুরুষে এসে থামে উত্তরপুরুষ ধায় আরো উত্তরে বংশানুক্রমিক ধারায় স্বরূপে ফেরে সিগমুন্ড ফ্রয়েড কেউ কেউ ভাবে অথবা ভাবেনি পৌণে ষোলআনাজন। দিন...
>>

মুক্তি

14/07/2012 17:32
  মুক্তির নেশা চেপেছিল বলে- বাধা দেয়া হয়নি মুখে মুখে শর্তারোপ যদিও করেছিল অন্তজজন আজ্ঞাবহ যে শালিক তার স্বর ভুলতে বসেছিল কাল নিশ-পিশ জ্বালার অহর্নিশ সুর ভেসে ওঠে বাতাসে একটা কালো বেড়াল রোজকার প্রাত্যহিকতা সারতে গিয়ে গতকাল অযথাই হামলে পড়ে ইদুরগুহায় তারপরের ঘটনা যদি খুলে...
>>

বানের ব্যবচ্ছেদ

14/07/2012 17:31
  সব ভেসে যাক আজ বানের জলে ঘর-দোর, উঠোন আর খাঁ খাঁ মাঠ নর্দমার ব্যাপ্তি যাক বেড়ে সারা পাড়া-শহর আজ নর্দমা হোক ভেসে যাক নাজমার মা'র সংসার টুপ করে ডুবে যাক- বাপের মাথায় চড়া নাজমা আর ছোট ভাই।   বান চাই, চাই বানের অনিয়ন্ত্রিত মহড়া জলে-জলে জলকেলি। বন্ধ হোক সুরমা,...
>>

দিনলিপিঃ ফিরে দেখি গতকাল এই কালে এসে

14/07/2012 17:26
  আমাকে অবাক করে দিয়ে আমার ভাবনার জগতে হঠাৎই উকি-বুকি মারে পত্র-পত্রিকা। রোজ রোজ কত নিউজ আসে আমি পড়ি সময় পেলে, না পড়লেও অন্যেরা ঠিকই পড়ে। আমার পড়া না পড়া নিয়ে কোন পত্রিকার বাণিজ্যিক জগতে কোন পরিবর্তন আসেনা/আসবে না। ব্যাপারটা নির্ভর করে এখন আমার সমইয়ের ওপর।   আমার গ্রামের বাড়ি...
>>

ঈশ্বরবিষয়ক সোজাসাপ্টা সাত!

14/07/2012 17:24
  ১, যখন আমি ঈশ্বরের কাঁধে তখন তিনি নামেন ধরার বুকে যখন তিনি একাকীত্বে ভুগেন আমি তখন ঘোষণা দিই নিজের ঈশ্বরত্বের!   ২, ঈশ্বরকে গাল দেয়া খুব সোজা চলুন গাল দিই ঈশ্বরকে, সে আনমনে গাল শোণে- শেষ বিকেলে ঠিকই তোমাকে ভেবে পূরণ করতে বসবে যাবতীয় চাওয়া-পাওয়ার...
>>

খেল

14/07/2012 17:18
  এ এক আজব খেল- মাথার ওপর ঝুলিয়েছে যাবজ্জ্বীবনের খড়গ জারি করেছে হুলিয়া, তাই পালিয়ে বেড়াই ঘর থেকে ঘরে;আশ্রয়ের খোঁজে একমূঠো আশ্রয়,মাথা গোঁজার ঠাই দিয়ে দিলে কেউ-আমি হয়ে যাবো আমৃত্যু ভৃত্য এক!   অপরাধি সাজিয়েছে যে সে শোনায়নি কভু অপরাধের সংজ্ঞা আমি ভাবি আমার মতো সে ভাবে...
>>

তুমি আসবে

14/07/2012 17:16
  জেনেছিলাম তুমি আসবে, তাই সকালের রোদকে ছুটি দিয়েছিলাম আলতো করে দুপুরকে আহ্বান জানিয়েছিলাম নিজের মতো করে থমকে দাঁড়ানো সময়টাকে দাড় করেছিলাম তোমার অপেক্ষায়।   তুমি আসবে, তাই গতরাতে নামেনি জোছনামালা চাঁদও দাড়িয়েছিল ঠায়, ভুল করে যদি ছড়াতে যায় সমূহ আলো। তোমার অপেক্ষায়...
>>
All articles

Items: 121 - 135 of 156

<< 7 | 8 | 9 | 10 | 11 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।