গতির গোলক

14/07/2012 18:05

 

আলগোছে ব্যস্ততম দিন ডাকে দিনান্তে ফেরে আপনার ঘরে
ঘরে ঘরে ঘরময় হয় সব। ঘরের প্রতিবিম্ব পড়ে থাকে মেঝের ‘পরে
মাঝ বরাবর জ্বলজ্বল করে রক্তালু চোখ; জঠরজ্বলা চোখ
কাল সারারাত পাতে পড়েনি যার একমুটো দানাপানি
সে অদ্য ভোরে নেমে পড়েছে প্রেমসন্ধানে।
 
প্রেম, প্রেম সে কোন এক মাতাল প্রেম আপাত প্রেমসন্ধানী অলুক্ষণে প্রেম
তাই স্বভাব প্রেমিক হারাতে যায় স্বভাবচরিত, হাত পাতে শূণ্যে
খাঁখাঁ মাঠে সহসা গড়িয়ে পড়ে স্বৌজঃ স্বেদবিন্দু দ্যুতি নিয়ে
এক এক করে আগলায় পথ, আগলায় মাঠ। মাঠে জমে মাঠের ফসল
দূরে থেকে কতিপয় চোখ লক্ষ্য রাখে গতির গতিবিধি
গতিতে গতিতে মাতম ওঠে, সাজানো বাগানে বসে প্রজাপতিমেলা
ব্যস্ততমদিন ব্যস্ততার কাছে হার মানে, একহাতে আগলায় নিজেকে ফের
মেঝের রক্তালু চোখ তখনো সরব-হাপিত্যেশ করে ফিরে আসে নিজের কাছে
হার মানে কালের গতি; গতিহীনতাও মাঝে মাঝে দখলে নেয় গতির গোলক!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।