আলো

14/07/2012 18:07

 

যে তুমি বসা আছো আলোর সমান্তরালে
তোমা থেকে উদগীরণ হয় আরো কিছু আলো
আলো চাই আমি নিখাদ আলো-
এক পশলা বৃষ্টির মত অপার আলোর ভেসে যেতে চাই আকণ্ঠ।
 
যে রাত রোজ রোজ আঁধার নিয়ে নামে
তার অপর পিঠে বাকী কিছু আলো
আমি রাত হাতড়াই আলোর খুঁজে,
আলো, আলো নির্ঝঞ্জাট আলো
আমাকে আমা থেকে প্রকাশিতের কাঙ্খিত আলো।
 
এ কাল বড় চলিঞ্চু আমাকে পেছনে ফেলে নিয়ত
আমি ছুটি তার পিছে সে সামনে থেকে বাঁকা চোখে হাসে,
এ হাসি নিঠুর কোনো এক; দীর্ঘায়ু পায় তার পূর্বপুরুষ থেকে
আদিখ্যেতামোড়া মাঝে মাঝে অপলক চোখে পড়ে নেয় রহস্য চাদর
আমি ছুটি স্বনামে, মৃত্তিকার স্বাদ ছুঁয়ে ছুঁয়ে-
আমার সময় হয়নি আলোকে ধরার; আলোকে ছোঁয়ার
                                            তুমি কী ছুঁয়েছ তাকে!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।