Blog

বধ্যভূমি

14/07/2012 17:13
  গো-চারণভূমি যেমন থাকার কথা তেমনই আছে খুঁটিওলা গরু খুটিছাড়া গরু আরামে ঘাস খায়                             বর্জ্য ছাড়ে নিঃসংকোচে। বর্ণিল...
>>

তোমার সঙ্গে একদিন

14/07/2012 17:12
  তোমার সঙ্গে একদিন ভালবাসতে যাবো তোমাকে অনেকগুলো বছর পাওনা রয়ে গেছে তোমার কাছে আলগোছে আমা থেকে যতই সরিয়ে রাখো তোমার ওম আমি ঠিক ঠিক হিসেব করে রেখেছি কাগজে-কলমে দৃশ্যমান এ খাতা-কলম আপনা থেকে নিঃশেষিত হলেও এ যে অবিনশ্বর;কখনো ফূরোবার নয় বলে গেছে কেউ!   তুমি মনে করে দেখো আর...
>>

গণিকারা

14/07/2012 13:46
  কোন এক সন্ধ্যায় আকাশ গাঢ় লাল হলে এক প্রান্তিক কবি নেমে আসেন পৃথিবীতে সাথে আশ্চর্য গণিকারা অথচ কেউ তাদের ভাবেনি আগে স্বয়ং কবিও- স্মৃতিতে উদীপ্ত গণিকা যৌবনে ঢুলু ঢুলু প্রেম ছুঁয়ে যায় অধর ধরে রাতের অন্ধকারের মত এক রাত, দুই রাত করে কয়েক গণ্ডা রাত হয়ে এলে নুয়ে পড়ে দখিনা...
>>

মা

14/07/2012 13:34
  জন্মে জেনেছি আমি সুহৃদ তুমি জন্মাদিতে জেনেছিলাম ঢের তারপর কতপথ হাটা কত দিগন্তে আটকানো দৃষ্টি কত হাওয়া শুষেছে আমার ঘামগন্ধা শার্ট।   মা, বাড়াও দেখি তোমার পা আমি ছুয়ে যাবো তোমার অলিন্দ্য   কত পথ পাড়ি দিলে শোধ হবে তোমার ঋণ।
>>

বিরোধীদল

14/07/2012 13:06
  যা ছিল তা আছে, যা আছে তার কিছু কিছু ছিল কিছু থাকে সরাসরি কিছু থেকে যায় অগোচরে তাই সব কিছুর কোন কিছু বয়ে চলে বহতা নদীর মত করে তবু মাঝে মাঝে হারিয়ে যাওয়া হয় কোন দীঘল কালোর কাছে; কালো মানে নিকষ কালো বাহ্যিক আবরণরূপে অথচ ভেতরে ভেতরে অন্য রূপ তার তাই নিজেকে সঁপেছি, নিজেকে...
>>

মঞ্চে এক সূর্যসন্তান

14/07/2012 12:42
  এটা একটা কবিতা, উৎকৃষ্ট কবিতা ভাবতে পারো আত্মপ্রচার, হয়তো তা-ই আমার বাবা এক মুক্তিযোদ্ধা, গণযুদ্ধের মুক্তিযোদ্ধা সম্মুখযুদ্ধে অংশ নিয়ে পেড়ে এনেছিলেন এক দেশ; বাংলাদেশ।   বাংলাদেশ, তোমার জন্ম যে পথ বেয়ে সে পথের কোনো এক মাসে এসেছি আমিও যদিও তুমি আমা থেকে বছর কয়েক বড় তবু...
>>

উপর থেকে তাকালে সব তুচ্ছই মনে হয়!

14/07/2012 12:37
  হিসেবের গরমিল ছিল তোমার তাই সাধের শতকিয়া ভুল জপেছ আমি জানতাম আগেই বলে পথ ছিল সুহৃদ; জীবনও সেই কবে পথকে আপন ভেবে কত পথিকের ভীড়ে হারিয়ে নিজেও সেজেছি অন্ধপথিক; জন্মের অব্যবহিত পরে যে পথ দেখেছি আমি তোমাতে এসে পেয়েছিলাম অন্য কোন এক অথচ ভুল সময়ের ফেরে তুমি নিয়ে নিলে পথের...
>>

তুমি

14/07/2012 12:37
  এক পৃথিবীতে শীত নামে শীতের সময়ে মাঝখানে কেউ কেউ ধারণ করে অপার্থিব ওম।   পৃথিবীকে বাঁচিয়ে রাখে তোমার হাসি ভাষাজ্ঞান আর থমকানো দৃষ্টি এখানে প্রতিদিন ভোর নামে ভোরের নিয়মে দৃষ্টির লিরিকে দিয়ে যায় কতশত নিথর প্রাণে প্রাণের আবেশ।   তোমার আঁড়চোখের ভাষা পড়তে জানি তবে...
>>

বিজ্ঞাপন

14/07/2012 12:35
  মানুষ বিকোবার হাট নেই কোনো তবু নিজের অলক্ষ্যে নিজেকে হারিয়েছি কোথা বুঝিনি তখন- বেঘোরে থাকলে সব ভূলোমন! নিজেকে নিজ থেকে হারালে বুঝি মানুষ প্রেমে পড়ে অথবা প্রেমে পড়লে মানুষ নিজেকে হারায় যুক্তিতর্ক বুঝিনা কিছুই- বুঝি কেউ যেন কিনেছে আমায় কিংবা শুধুই মতিভ্রম! গতকাল হেঁটেছি খুব...
>>

বিচ্ছিন্ন সংলাপ

14/07/2012 12:34
  এক শীতসকালে একটা কবুতর ওড়েছিল ভোরের শিশিরকে সাক্ষী করে দিয়েছিল এক খসে পড়া পালক-বুকপকেটে রাখবো বলে! মাঝখানে খানিক বিরতি, দিন-রাত সময়ানুবর্ত ভেবেছিলাম পেয়ে গেছি সব অথচ মাঝপথে তুমি দেখিয়ে দিলে আর এক পথ!   কাল সারারাত নেশাতে চুর হয়েছিল যারা আমার উচাটন মন সওয়ার হয়েছিল...
>>

প্রজাপতি

14/07/2012 00:05
  তোমাদের নিস্তরঙ্গ বাগানে একটা প্রজাপতি ওড়েছিল জেনেছিলাম তার আজন্ম সাধ ছিল পাখা গজাবার আপনার পাখা ছিলনা বলে- বাড়ি বাড়ি ঘুরে কোন এক ডানার আশায় প্রজাপতি হয়েছিল সে তার জন্মাবার কালে আমৃত্যু থেকেছিল আবার প্রজাপতি হয়েই প্রজাপতি,প্রজাপতি হরেক প্রজাপতি তবু অচেনা...
>>

কবির য়াহমদ

14/07/2012 00:01
  কায়মনোবাক্য কায়মনোবাক্যে জড়ায় একদিন দিন হয় প্রখর রৌদ্রতাপে জানালার আরশীতে দেখে যায় সে আপনার মুখ এ মুখ পোড়ামুখি সাজে অবেলার তরে বেলা বেলা কত বেলা যায় আমার সময় হয় না কেবল বেলা ধরার!   জন্মে জেনেছি আমি জন্মালেই হাটা ধরা হয় হেটে যাওয়া পথে, এ পথ বন্ধুর...
>>

ঘুম নিয়ে নির্ঘুম রাতের কাব্যকথন

13/07/2012 23:23
  একদিন ঘুম ঘুম চোখে আমি পাড়ি দেবো ঘুমের বাড়ি, তাই দিনকার প্রাত্যহিকতা লুকিয়ে রেখেছিলাম আমি যতন করে তোমাকে ভেবে ভেবে কত রাতকে রূপান্তর করেছিলাম দিনের রূপে কত দিনকে দেখিয়ে দিয়েছিলাম রাতের পথ তবু ঘুম, আকণ্ঠ ঘুম, নিমগ্নতার চাদরে ঢাকা ক্লান্তিহীন ঘুম।   ঘুম দাও, হে ঘুমের রাণী...
>>

পাপ

13/07/2012 23:20
  বৃষ্টি দেখি চোখে চোখে তাই সাধ হয় একদিন বৃষ্টি হই, একদিন বৃষ্টি হয়ে জড়িয়ে নিই তোমায় গা ছমছম বৃষ্টি, শ্বেত শুভ্র বৃষ্টি বৃষ্টি হবো তাই বৃষ্টি মাঝে নিজেকে জড়িয়েছি আগাগোড়া।   তার চোখে চোখ রেখে একদিন বলেছিলাম এসো বৃষ্টি নামাই, এসো বৃষ্টি হই- সে কিছু বলেনি শুধু অবাক বিস্ময়...
>>

গ্রহণ

13/07/2012 22:48
  চাঁদের সাথে লুকোচুরিতে চাঁদ বসত গাড়ে আমার বাড়ি আমি তাকে আগলাই বুকের জমিনে একটা চাঁদ ঠায় আমাকে পাহারা দেয় আকাশ মাঝে আমিও আগলাই চোখে চোখে একান্তই চোখে রেখে ঠিক ঠিক তোমাকে ভেবে তোমার মতো!   সহজাত চাঁদে সবার লোভ আমার ছিলো ঢের তবু আলগা হয় আর কতক চাঁদ এক চাঁদ থেকে তাই এ...
>>
All articles

Items: 136 - 150 of 156

<< 7 | 8 | 9 | 10 | 11 >>

Newsletter

Subscribe to our newsletter:

মত-মতামত

Date
By
Subject

সাখী

01761229213

Date
By
Subject

চমৎকার

ব্যক্তিগত ব্লগ সাইট হিসাবে খুবই পরিচ্ছন্ন এবং চমৎকার সেটিংস। ধন্যবাদ।

Date
By
Subject

ব্লগ

দারুন লেগেছে, যাত্রাপথে শামিল থাকতে চাই....

Date
By
Subject

সুন্দর!

অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা চোখে পড়ে। এই সাইট ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

Date
By
Subject

সুন্দর

খুব সুন্দর সাইট বানিয়েছেন। লেখাগুলো সুন্দর। বুকমার্ক করে রাখলাম।

Date
By
Subject

Thanks

Nice to see u bro.

Date
By
Subject

Re: Thanks

অনেক ধন্যবাদ।

Date
By
Subject

-

দারুণ সুন্দর।

Date
By
Subject

Re: -

আপনাকে অনেক ধন্যবাদ।

Date
By
Subject

উমমম...

দারুণ হয়েছে, কবির ভাই।

Date
By
Subject

Re: উমমম...

অনেক ধন্যবাদ প্রিয়। খুব ভাল লাগছে উপস্থিতি দেখে। শুভকামনা আর ভালোবাসা।

Date
By
Subject

ব্লগ

ব্যক্তিগত ব্লগ নাকি? সুন্দর। ধন্যবাদ।

Date
By
Subject

Re: ব্লগ

আপনাকে ধন্যবাদ।
হ্যা ব্যক্তিগতই!

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।