মিঠাপানির যৌবন

14/07/2012 18:28

 

একটা রাতজাগা রাতে কল্পলোকে পথ হাতড়ায় ক’জন পরিব্রাজক
তাদের সুতীক্ষ্ণ পর্যবেক্ষণী ধ্যানে পড়শীদের ঘুম ভাঙে মাঝরাতে
বাতাসের মিহিস্বর আলতো করে ঠোকর মারে জানালার কপাটে
অথচ ভেন্টিলেটরে তার সমূহ আপত্তিবিশেষ।
 
একদিন, একদিন এভাবে করে কেটে গেছে অনেকদিন
দখিনা হাওয়া নাম লিখিয়েছে প্রৌঢ়ত্বের কাতারে
যারা শুনে তারা হি হি করে হেসে উঠে
কিছু কিছু হাসি আলাদাভাবে আলগা হয় হাসি চরিত্র থেকে
কিছু হাসি প্রতিবিম্বিত হয়ে ফিরে আসে মনের গহীন কোণে।
 
ধ্যানরত কারো কারো যতিচিহ্ন পড়ে মাঝপথে থেমে পড়ে ধ্যাণ
যুবাযৌবনের পলিমাটিতে খানিক আঁচড় লাগে আলগোছে
ইস, কী দুঃসহ আনন্দসজ্জা; হাওয়া দেখিয়ে পথ হারায় যৌবনকাল,
যৌবন ওহে কল্পভ্রম অবিনাশী যৌবন-
আমাকে দেখাও, আমাকে চেনাও সুমিষ্ট সেই মিঠাপানির হৃদ।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।