পাড়া আর পড়শীজন

14/07/2012 18:13

 

পাড়ায় ধুন্ধুমার হাঙ্গামা লেগে গেলে
আমাদের সবাই আকাশ দেখতো জানালার আড়ালে
নিজেদের লুকোবার আচানক প্রত্যয়
অথচ অদূরে মিটি-মিটি হাসতো সুনীল আকাশ,
আকাশের সাধ ছিল একদিন হাঙ্গামা দেখার
তাই কায়ক্লেশে কোন এক বৈরি সময়ে নেমেছিল ধরায়
মাটির কাছাকাছি আসবে বলে হাত পাতে সূর্যের কাছে
পাছে আলোহীনতায় অপবাদ জুটে কপালে
ফলত নিমিষে আন্ধারে ঢাকা পড়ে পৃথিবীর অবয়ব।
একদিন আমাকে একটা ক্রিকেট মাঠ ডেকে শোনায়
আকাশের সাথে সম্বন্ধের কাহিনী
পাড়াময় চাউর হয়, আমি হয়ে যাই ঐশ্বরিকজন
লাইনে লাইনে লাইন বাড়ে
অদূরে মুখ টিপে হাসে সাদাসিধে ক্রিকেটমাঠ।
 
আমাদের পাড়া কোনদিন দেখেনি শুভ্র সফেদ ঘাস
প্রকৃতির কাছ থেকে নিতে পারেনি স্বপ্নের মানচিত্র
তাই নিয়ম করে বাতাসের বিপরিতে ঘর তোলে
আলো দেখে আটকে রাখে জানালা কাঁচ, তাই
পাড়ায় পাড়ায় যুদ্ধ বাধে। ছড়ায় ঘর থেকে ঘরে
ঘর ঘর প্রতিঘর ডাকে, শাদাপতাকাবাহি ভেবে
আমি দিকহারাজনের মতো দিকে দিকে ঘুরি
অগুন্তি স্বপ্নের পসরা নিয়ে যেন ঠায় দাড়ানো এক স্বপ্নবিলাসিজন।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।