কমে যায় দিন; জীবনের আয়ু

14/07/2012 18:06

 

দিনভর রাত খুঁজি রাত এলে পাখা মেলে দিবাযাত্রার স্বপ্নপালক
সেই কবে থেকে এ পথে পা বাড়িয়ে পায়ে পায়ে হাঁটা হয়ে যায় অগুন্তি পথ
কত পথ, শত পথ মাড়ানো পথ আলগোছে হাসে নিজস্বতায়
কেউ কখনো বৃথা মনোরথে নিজের আগল আগলায়
ব্যতিব্যস্ততার মুখোশ অথবা অসহায় চোখ গা-ঢাকা দেয় খানিক অবহেলায়।
 
যে দিন আমি দিনকে ধার করেছিলাম আলখেল্লাময় কোন এক পূর্বপুরুষ থেকে
সেও অদ্য নাম লিখিয়েছে তার পূর্বপুরুষী দেখানো পথে
এ আমার জন্যে আচানক কোন এক বন্ধুর পথ
সাধ্যাতীত মিহিরাত্রিতূল্য; নিনাদে নিনাদে অন্ধময়।
 
এক এক করে পা পড়লে পথে রচিত হয় পথের; এ ইতিহাসস্বীকৃত কোনো
তাই যে পথে একদা ছিল ব্যাঘ্রগর্জন অদ্য সেখানে বসত গাড়ে চিত্রা হরিণ
ডোরায়-ডোরায় আঁকা ইতিহাস; পূর্বপুরুষী
আমি হাত পাঁতি ইতিহাসে, সে মুখ লুকায় তার ইতিহাসে
ইতিহাস ইতিহাসে খেল জমে অদূরে ঢাক বাজে খালি কলসীর
খালি কলসীর উপুড়ে মানা তাই যথাবিহীত আগাগোড়া।
 
দিন দিনান্তে রাতে থামে, রাতের পথই ঐ একই পথে 
তাই স্বভাব রাতে রাত নামে-
চুপিসারে বলে যায় কেউ আজো তবে কমে গেলো আর একটা দিনের আয়ু!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।