চরিঞ্চুকালে বসে সিগারেট ফুঁকে কবির য়াহমদ

14/07/2012 18:08

 

আমার বত্রিশে পৃথিবী হাজার ছাড়িয়ে যায়
জমাট বাঁধা জিহ্বাতে আটকে যায় কাল আর দিগন্তবিস্তৃত মহাকাল
হাজার বছর বয়েসী বটের শাঁখে হাওয়া লাগে পৃথিবীর
কপট অন্ধকার মুখ ঢাকে চুপিসারে আঁটকে যাওয়া জলসাঘরে-
একদিন নক্ষত্ররাজি হালখাতা খুলে নিঝুমদ্বীপে
পা ফেলতে অদ্য ভুলে যায় বহতা কালে অথবা তার গতিতে
কালের ইরাক-কুয়েত নিজেদের ব্যতিব্যস্ত রাখে সভ্যতা পুনরুদ্ধারে
কালে বসে তাকিয়ে থাকে হাতের দিকে ইশারার আশায়
চরিঞ্চু কাল মানচিত্র খুঁজে-ব্যস্ত রাস্তার টংঘর প্রস্ফুটিত হয় আপন আলোয়
সামনের বেঞ্চে আনমনে সিগারেট ফুঁকে কবির য়াহমদ
সিগারেটে সিগারেটে আগুন বিনিময়ক্ষনে ঝাঁঝ ওঠে মরিচের
ক্রমে ক্ষয়ে ক্ষয়ে আসে বত্রিশের যৌবন; মুখ থুবড়ে পড়ে ডাস্টবিনে।
 
কসম রাতের, কসম পৃথিবীর, কসম ঝাঁঝওঠা মরচে সময়ের
আমি কোনো এক প্রভাত আলোয় আমাকে ছাড়াবো তোমাদের পৃথিবী থেকে!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।