মৃত্যুঘন্টা বাঁজার আগে

14/07/2012 18:03

 

মৃত্যুঘন্টা বাঁজার আগে একবার চেয়ে নাও নিজেকে
কেমন ছিল তোমাদের অতীত কিংবা তার আগেকারক্ষন
যেমনটা ছিল তোমাদের পূর্বপুরুষ তার কিছু কী পেয়েছিলে তুমি
না-কী সবকিছুই ফেলে এসেছো অলুক্ষণে দিনের কাছে;
এ দিন সেদিন সেসব দিনের কাছে হাত পাতে
খাঁ-খাঁ হাত সেই আগেকার মতই থাকে কপর্দকহীন
একটা কিছু দিলে তবে হয়ে যেতো কানায়-কানায় পূর্ণ কোনো!
 
একবার মৃত্যুঘন্টা বাঁজার আগে জীবনের গান বাজে
জীবনগানের কাছে হার মানে অপরাপর সব; ব্যস্ত ভবিষ্যত
তাই ভবিষ্যতের ভবিতব্যের কাছে আমাদের দায় থাকে
সাক্ষাৎ প্রতিমারূপী অচেনা কোন বন্দরে ভেড়ানো তরী,
তোমরা তরী ভেড়াও ফে্র, তরীও কাছে আসে ফিরে ফিরে।
তোমরা আর তরীগুলো মাঝে মাঝে মিলেমিশে একাকার হয়
আমি দূর থেকে অনুভবে নিই চেনা গন্ধ অচেনা ঢঙে,
পালাবদল আসে পালাবদলরূপে, সাথে সাথে হাঁটে মৃত্যুদূত পোড়ামূখি সেজে
আমি তাদের হারিয়েছি অদ্যাবধি-
তোমাদের বাড়ি  তার বাড়ি থেকে কতদূর!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।