কবিসভা

14/07/2012 22:55

 

কোন একদিন শুক্কুরবার নেমেছিলো ধরায়
আলগোছে ব্যস্ততম দিনগুলো জমিয়ে রেখেছিলাম জামার আস্তিনে
তাই বেখেয়ালে দিনটা কাটিয়েছিলাম ঘুমে অথবা আধোঘুমে
ঘুম, ঘুম- আধোঘুম কিংবা নির্ঘূম দিন 
স্বভাব সময় কেটে যায় স্বভাব সময়ে
ফলে কবিসভা কড়া নাড়ে দুয়ারে অথবা ঠিক ঠিক কানের কাছে।
 
জেনেছিলাম এক কবিসভা বসবে ছাতিমগাছের তলে
ছাতিম না-কী গেয়ো গাছ তাই চেনেনা কেউ তবে গেয়োলোক বলে আমি চিনি
আমার গতর থেকে আসে আজো গোয়োগন্ধ!
 
কবি কবি স্বভাব কবি প্রান্তিক কবিও ছিলো সেখানে
তবে অনেকের হাতেই গুজে দেয়া ছিলো কবিতা না পড়ার অনুরোধবার্তা,
এ অনুরোধের ঢেকি গিলেছিলো অনেকেই
আমিও ছিলাম তার দলে যদিও আমি নই কোন স্বভাব কবি।
 
কবিদের বলা ছিলো গাও গান
তাই তারা গেয়েছিলো গান বেসূরো সূরে
হাততালিও পড়েছিলো বেশ,
হাতে হাতে হাত মিলে গেলে শেষ হয় কবিসভা
কবিরা ফেরে ঘরে কবিতা ছাড়াই!
 
দিন যায় দিন আসে
কবিদের মগজে জন্ম নেয় নূতন কবিতা
কবিতার দলে কবিতা হারায়, কবি মজে কবিতার খাতায়,
আলগোছে খবর আসে এই কবিদের ভীড়ে ছিলো 
এক নেড়িকুত্তা অথবা কোন এক পাগলাকুকুরের সহোদর
যার বিষকামড় জলাতংক রোগ ছড়ায়-
কোন কোন কবি অথবা বাকিসব কবিদের গতরে!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।