অন্তর্যান

14/07/2012 23:00

 

অন্তর্যাত্রার অন্তর্যান এসে গেছে সেদিনই
যেদিন থেকে শুরু করেছি পথচলা
অন্তদৃষ্টি কানে কানে শুনিয়েছে অনেককিছু
হতে পারে এ শতকের কোন এক শুক্রবার অথবা অন্য দিন এক
তুখোড় রৌদ্রদিনের মাথার ওপর একখন্ড মেঘ
অনিঃশেষ কান্নার সমূহ প্রস্তুতিতে প্রকৃতি
আমিও ব্যতিব্যস্ত নিজেকে নিয়ে
শুনেছি,তখন মৃত্যুগ্রহের দোরগোড়ায় দাঁড়িয়ে পেছনটায় জাগতিকতা
প্রান্তদেশে আসতে গিয়ে মাড়িয়ে এসেছি কত বন্ধুর পথ
হাওয়ায় হাওয়ায় শুকিয়েছি কত ঘামগন্ধা শার্ট।
 
আমি কবির,এক স্বস্বীকৃত আপাদমস্তক কবিপুরুষ
আমিই কেবল দিতে পারি নিজের পূর্বাভাস---
অথচ আমিই এসেছিলাম থাকতে অনাদিকাল!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।