নদীসঙ্গে রাত্রিবাস-২

14/07/2012 22:54

 

মনে রেখো, এ রাতে চাঁদ উঠেছে আকাশে
একটা মাত্র চাঁদ; সাথে করে লক্ষাধিক তারা
তুমি এক এক করে তারা গুণো
আমি গুণি তোমাকে; তোমার অস্তিত্বকে।
 
জেনেছি, তোমার অস্তিত্ব ভেসেছে আজ পদ্মার জলে
জল জল গভীর জল-
নাভিশ্বাসে দীর্ঘশ্বাস ফেলে জলের অতল,
সে জল জলের সাথে জলকেলি খেলে
রাতের আধারকে সাক্ষী করে
এক জল আরেক জলের সন্তরণে ঢেউ প্রতিযোগ।
 
অদ্যকার কথা বলছি বলে জল হয় তুমিপ্রতিরূপ
তাই স্বভাব রাত রূপবদলে মাতে
ঢেউ জাগে ঢেউয়ে সর্পিল অথবা গর্ভবতী নারী ঢঙে
চাঁদ নামে জলে, জল উঠে চাঁদে
চাঁদ-জল মেলবন্ধনে রচিত হয়
আর একটা রাতের মহাকাব্য।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।