নদীসঙ্গে রাত্রিবাস-১

14/07/2012 22:53

 

নদীসঙ্গ পাইনি কখনো
পাঠযোগ্য হয়নি কভু নদীতরঙ্গের তির-তির স্বর,
সেই কবে থেকে দূরদেশ ভেবে 
দূর থেকেই করে গেছি নদীপাঠ 
তাই আড্ডার নদীবিশ্লেষণে সদা থেকেছিলাম ব্যাকবেঞ্চার কোনো!
 
জেনেছিলাম কোন একদিন, চাঁদ ওঠে আকাশ বুকে
সুনসান চাঁদ; মোহময়তা জড়ানো চাঁদ
তাই কোনো একটা রাতকে আলগা করেছিলাম চাঁদের জন্যে
একান্ত করে কাছে টানার জন্যে 
সুনসান পাঠে ফের নিজেকে বিলিয়ে দেবার জন্যে।
 
ইতোমধ্যে একরাত বরাদ্ধ দিয়েছি চাঁদের জন্যে
নদীসঙ্গ চাঁদের জন্যে, তির-তির স্বর ওঠা নদীতরঙ্গের জন্যে।
নদীপাঠে নদী এক আলগা শরীর, অদ্ভুত ধ্যান-জ্ঞানে মত্ত শরীর
কাছ থেকে ছুঁয়ে দেখা দূরবর্তী শরীর
হয়তো দেখা দেয়া অদেখা কোনো এক মুনি-ঋষীজন।
 
হে নদী, হে দূরবর্তী অথচ সুহৃদজন নদী
কল-কল ছলে বয় কত জলট্রেন তোমার গতর ধরে
কত অবিশ্বাসীর বিশ্বাস ভাঙে আদিস্বরে,
আমাকে দেখো, আমিও কোনো এক নদীপিয়াসিজন
আমাকে মিশিয়ে দাও তোমার বুক চেঁপে
নিঃশ্বাস বন্ধ করে দেয়া অবিশ্বাস্য ঢঙে।
 
 
আজ এ অবেলায় বেলা যতই গড়াক বেলাভূমি ধরে
আমি নদীসঙ্গপ্রেমে মত্ত কোনো এক-
কাঁপাতে এসেছি তোমার জলভেদি জলের গতর!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।