জন্মইতিহাসের লগ্ন

14/07/2012 22:51

 

এক অতৃপ্ত আত্মার কাছে হাত পেতেছিলাম আত্মার লোভে
আত্মারা আত্মাময় হয় নিশিরাতে যখন পাড়ার ককুরও বেঘোরে ঘুমায়
ঘুম ঘুম চোখে কেউ জাগে প্রাগোইতিহাসিক ঢঙে আমিও হার মানি
মগজের জমে থাকা শিরাগুলোর নির্বিবাদী চিৎকার-উল্লাসে কেঁপে উঠে বুক’
বুকের জমিনে বাসা বাধে ঘুণপোকা নির্বিকার দেখে জন্মইতিহাস
জন্মের সময়ে জন্মাবার শপথ আর একবার মাথা চাড়া দেয় মাঝরাতে।
 
ভুলে যাই কাল ছিলো অমাবস্যার কাল আজ পূর্ণিমা পেখম খুলতে বসেছে
দেহে দেহে দেহের মাতম উঠে জন্মইতিহাসের লগ্ন শুরু হবে বলে!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।