সুদূরের হুইসেল

14/07/2012 22:50

 

এক রাত পাড়ি দিলে তুমি চলে আসো আমার কাছে
আমি বসে থাকি ঠায় দাঁড়িয়ে তোমার পানে
রেল লাইনের স্লিপারে জমে থাকে জীবনের ঘাম
ঘাম ঝরে নির্বিকার, ফোটা-ফোটা যেন শোধ হয় জন্মের ঋণ।
 
জন্মে যারা জেনে নেয় জন্মের ইতিহাস তাদের কথা আলাদা
যদিও তারা মৃত্যু পানে ধাবমান তবু জন্মের ইতিহাস পিছু ঘুরে 
মাথা-মাথা ঘুরে আশ্রয়ের খোঁজে, আশ্রয় কোথা; কোন গহীনে,
যারা জানে তারা জেনেই চলে তাই পথিমধ্যে পৃথিবী আগলায়
কায়ক্লেশহীন জীবন তাদের, দূরে হাঁক ছাড়ে ভুখা শালিক,
শালিকের গলায় ঝুলে মুক্তো দানা, পথিকের খোঁজে পথ খোঁজে
পথে পথে আগলায় পথ চিরসবুজ আদুরে কথন।
 
থেমে যায় রেল লাইন রেলের স্লিপার ধরে, নেমে আসে চাঁদ একপ্রস্ত
কবে কোথাকার কোন চাঁদ বাড়ি ফিরে, রেল লাইনে সমূহ আশ্রয়,
রেল লাইনের ফাঁক গলা পথ হাপিত্যেসে মরে পদচিহ্নের খোঁজে
এক পথে তেড়ে আসে রেল আরেক পথে চতুর পা
পা হাঁটে, রেল দৌড়ায়, কার গতি কত মাপেনি কেউ
তবু কেউ কেউ আনমনা হয় নিজেদের ভেবে সময় ফুরায় ক্রমশ
যার গতি যত সে দৌড়ায় তত তবু রেল পথ নির্বিকার থাকে জন্মের মত
জন্মে বন্ধক রেখেছে জীবনের গতি জীবনের কাছে, 
জীবন থমকায় শালিক পুচ্ছে, পালক খসে জীবনের সাথে
একটা শালিক, একটা জীবন তার তাই গতি কমে স্বভাববিরুদ্ধ হয়ে
পালক খসে রাতের সাথে তোমাকে ভেবে- আর কত পথ শুধায় পথিক
দাঁড়িয়ে থাকে ফের অদূরে কোথাও বেজে উঠবে সুদূরের হুইসেল!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।