গ্রহণ

13/07/2012 22:48

 

চাঁদের সাথে লুকোচুরিতে চাঁদ বসত গাড়ে আমার বাড়ি
আমি তাকে আগলাই বুকের জমিনে
একটা চাঁদ ঠায় আমাকে পাহারা দেয় আকাশ মাঝে
আমিও আগলাই চোখে চোখে একান্তই চোখে রেখে
ঠিক ঠিক তোমাকে ভেবে তোমার মতো!
 
সহজাত চাঁদে সবার লোভ আমার ছিলো ঢের
তবু আলগা হয় আর কতক চাঁদ এক চাঁদ থেকে
তাই এ চাঁদে আমার ইস্পিত আবর্তন ইদানিংকালে চিরকালের জন্যে ।
 
এ চাঁদ আমার থাকে আমার জন্যে তবু এ চাঁদে লেগেছিলো গ্রহণের ছোপ-
একটু আড়ালে যাও তুমি গ্রহণ লেগে যাবে তোমার উপর
আমি তবে পৃথিবী হারাবো; এক পৃথিবী আমার তোমার মাঝে
আমি আমার পৃথিবী আগলাবো বুকের জমিনে একান্ত করে!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।