বিচ্ছিন্ন সংলাপ

14/07/2012 12:34

 

এক শীতসকালে একটা কবুতর ওড়েছিল
ভোরের শিশিরকে সাক্ষী করে দিয়েছিল এক
খসে পড়া পালক-বুকপকেটে রাখবো বলে!
মাঝখানে খানিক বিরতি, দিন-রাত সময়ানুবর্ত
ভেবেছিলাম পেয়ে গেছি সব
অথচ মাঝপথে তুমি দেখিয়ে দিলে
আর এক পথ!
 
কাল সারারাত নেশাতে চুর হয়েছিল যারা
আমার উচাটন মন সওয়ার হয়েছিল তাদের মাহফিলে,
আমাকে আজ আমা থেকে আলগা করে যে
আর এক শীত দুপুরে ওড়ে যায় সে
                            দূর আকাশে!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।