তুমি

14/07/2012 12:37

 

এক পৃথিবীতে শীত নামে শীতের সময়ে
মাঝখানে কেউ কেউ ধারণ করে অপার্থিব ওম।
 
পৃথিবীকে বাঁচিয়ে রাখে তোমার হাসি
ভাষাজ্ঞান আর থমকানো দৃষ্টি
এখানে প্রতিদিন ভোর নামে ভোরের নিয়মে
দৃষ্টির লিরিকে দিয়ে যায় কতশত
নিথর প্রাণে প্রাণের আবেশ।
 
তোমার আঁড়চোখের ভাষা পড়তে জানি
তবে মাঝপথের বাঁধটা সামনে আসেই
তাই আর একটা দিন একলা-একলা স্নানঘরে কাটিয়ে দিই,
এই দুপুর গতকালও ছিল এমনই
কালকের যে সময় একান্ত ছিল সেখানেও তোমার উপস্থিতি
শুধু ভাষাজ্ঞানের বোবারূপ
কে কবে দিয়েছিল মুখে কলুপ এঁটে!
 
তুমি তো গতকালও ছিলে তোমার মতো
আহা,ঊৎসবমঞ্চে কী দারুণ অভিনয়
পায়ে যদি নূপুর বাঁধো শব্দ হবেই
নামমাত্র ঢঙে নিজেকে আগলাবো বাসিফুল ভেবে নয়।
শুনেছি, একটা প্রেম হবে আধুনিক-হয়তো উত্তর আধুনিকও
আঁজলা ভরে বসে আছি তোমার জন্যে
তুমি যদি ফিরে যাও তোমার সময়ে
আমি আমা থেকে আমাকে ছাড়াবে
পৃথিবীর সমানবয়সী প্রেমপত্র অনর্গল ধ্ব্নীত হবে
                                        নয়া কন্ঠে; নয়ারূপে।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।