উপর থেকে তাকালে সব তুচ্ছই মনে হয়!

14/07/2012 12:37

 

হিসেবের গরমিল ছিল তোমার তাই
সাধের শতকিয়া ভুল জপেছ
আমি জানতাম আগেই বলে
পথ ছিল সুহৃদ; জীবনও
সেই কবে পথকে আপন ভেবে
কত পথিকের ভীড়ে হারিয়ে নিজেও সেজেছি অন্ধপথিক;
জন্মের অব্যবহিত পরে যে পথ দেখেছি আমি
তোমাতে এসে পেয়েছিলাম অন্য কোন এক অথচ
ভুল সময়ের ফেরে তুমি নিয়ে নিলে পথের বাঁক!
 
রাত দৃশ্যত নিকষ অন্ধকার অথচ গভীরে তার উল্টোরূপ
আমি জানি তুমি জানতেই না
কোন-কোন ভোর আসে অনন্ত প্রতীক্ষার দাফন সেরে।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।