বধ্যভূমি

14/07/2012 17:13

 

গো-চারণভূমি যেমন থাকার কথা তেমনই আছে
খুঁটিওলা গরু খুটিছাড়া গরু আরামে ঘাস খায়
                            বর্জ্য ছাড়ে নিঃসংকোচে।
বর্ণিল পাথরখন্ড গুমড়ে কাঁদে
সজীব ডগা-মুড়ানো ঘাস কিংবা ঝোপের আড়ালে
শুধুমাত্র গরুরাই এখানকার অভ্যাগত অতিথি,দর্শক শ্রোতা
হয়তোবা কোনকালের কোন মূর্খের কাজ
অযত্মে-অবহেলায় আকাশ দেখে মূল্যবান পাথর।
 
কেউ কী জানে না ঐ পাথরের মূল্যমান
কেউ কী জানে না এখানে শায়িত অস্থিমজ্জ্বা,অমিত সন্তান
কেউ কী দেখে না ঐ পাথরের নেত্রজল
কেউ কী দেখে না ঐ বহমান রক্তক্ষরণ?
কে দেখবে
          আমি
                তুমি
                    সে
                        কে?
কার এতো সময় পড়ে রয় হাতে?
তাই বুঝি গরুরাই এখানে এতো আগ্রহী!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।