ভোর

14/07/2012 17:41

 

ভোর হলো
যে তুমি বসা আছো আলোর সমান্তরালে
তোমা থেকে উদগীরণ হয় আর কিছু আলো;
তুমি তো আলাধার
দৃষ্টিপ্রখরতার আলোঝরা রোদ
অন্ধজনের মনে একচিলতে সুর
 
এ আমি রোজই যাই আমা থেকে অনেকখানি দূর
জামার আস্তি্নে তবু জমা রয় একমূঠো রোদ্দূর।
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।