কাছ-দূর

14/07/2012 17:43

 

যত দূরে যাও তুমি আমি চলে আসি তত কাছে
যত কাছে আসো তুমি আমার অপ্রকাশ্যজন তত পিছু ডাকে
স্বভাবত কাছ-দূর একাকার হলে তুমি গড়ে নাও তোমার পৃথিবী
ভালোবাসার; একান্ত ভালোবাসার।
তোমার সে এক পৃথিবী যেখানে অমাবশ্যা নামে না
সতত ধারণ করে বসে থাকো পূর্ণিমা
অগুন্তি আকাশের স্বত্ব নিজের করে নিয়ে
এক এক করে সবগুলোতে ওড়ো
লক্ষ্যস্থলে তাকাতে গেলে কোথা হারাও তুমি,
দিন-দিন প্রতিদিনের প্রতীক্ষা শুধু ঈষৎ ঝলকানি
এ আমার জন্য এক নিজস্বভূম
যেখানে আর এক আকাশ সৃষ্টি করেছি আমি
তোমার জন্য-
তার বিশালতায় হার মেনেছে অপরাপর সব
শুধু নিগুঢ় অমাবশ্যার কাল অধ্যাবধি
পূর্ণিমার পথ চেয়ে বসে আছে সব
যদি আসো-
তবে পাবে এক উষ্ণ সম্ভাষণ।
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।