ছায়া

14/07/2012 18:01

 

তোমার অধর ছুঁয়ে যাবে নগ্ন হাত
অর্ন্তচক্ষে খসাবো বৃষ্টির জল
শীতল পরশরূপে বয়ে যাবো হৃদয় অলিন্দে
মগজের নিউরণে জড়াবো নবতর চিন্তার জাল
তখন তুমি শিউরে উঠবে
চোখ বুজে বসে থাকবে হার্দিক আগন্তকের প্রতীক্ষায়
 
তোমার এ শরীর ও শরীরিভাষা শিহরণি প্রতিরূপ
ধীরে যে বেলা বয় তার পথ চেয়ে
পাতা ঝরার ক্ষণে খুঁজবে পাতা গজাবার ক্ষণ
তুমি হয়তো উতলা হবে,কিন্তু আমি
নিশ্চল নেত্রে পড়ে যাবো তোমার শরীরিভাষা।
তাকিয়ে দেখো-এ সময়টা তোমার নিজেকে ভাঙার
তুমি তাই নিজেকে ভাঙো,একান্ত
নিমগ্ন হও নিজেতে,পৌছাও তোমার অতলে
দেখবে একা নও তুমি
ছায়ারূপে তোমার কাঙ্খিতজনও
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।