পথের গল্প

14/07/2012 17:40

 

দুইটা পথের গল্প শোনালে তুমি
কোনটা যুৎসই তুমিই ভাবো
তবে ছাঁদটা না হলেই যে নয় তাই
হেটে আসো তোমার পূর্বতন পথে
শুনেছি সে পথ নুড়িতে ভরা তবু
সে-ই তো আবার পায়ে হাটা পথ বলে
পথ হারাবার ভয় নেই মোটেও।
 
অদ্য বাতাসকে দখল করেছে শীতপাখিরা
এখানে তোমার অবগাহনে আমার সমূহ আপত্তি
পথ হারাবার ভয়ও বিস্তর
হিসেবের গরমিলে যদি খসে পড়ে আরাধ্য প্রাণ এক
পালাবার পথ থাকেনা কোনো; ফিরবারও
তাই ছাদটা সযতনে ধরো মাথার ওপর,
আমাকে ভেবো না-
শেষ পর্যন্ত আমি তোমার জন্য
অনন্ত ভরসার এক অবারিত আকাশ।
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।