বানের ব্যবচ্ছেদ

14/07/2012 17:31

 

সব ভেসে যাক আজ বানের জলে
ঘর-দোর, উঠোন আর খাঁ খাঁ মাঠ
নর্দমার ব্যাপ্তি যাক বেড়ে
সারা পাড়া-শহর আজ নর্দমা হোক
ভেসে যাক নাজমার মা'র সংসার
টুপ করে ডুবে যাক-
বাপের মাথায় চড়া নাজমা আর ছোট ভাই।
 
বান চাই, চাই বানের অনিয়ন্ত্রিত মহড়া
জলে-জলে জলকেলি। বন্ধ হোক
সুরমা, কুশিয়ারা, মনু, কালনীর ইতিহাসের ব্যবচ্ছেদ
ভাঙুক পাড়, রাস্তা, ঘর, বুক আর হৃৎপিণ্ড
তাতে বানের জলেরই বা কী
সময়ের ঘড়িতে যতই বাজুক
তিন কিংবা ছয় কিংবা নয়!
 
একে একে সব ভেসে যাক
শহর, শহরতলী, অজগাঁও কিংবা
নাজমার মা'র ঠেস দেয়া মাটির দেয়াল
জীবন, যৌবন...
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।