জন্মশতবর্ষের কবিতা

14/07/2012 17:46

 

একদিন আমারও জন্মশতবরষ হবে
তখন হয়ত তার স্বরে গেয়ে যাবে কোন পাখি
কোন কোন মাছরাঙা তার শিকারি ঠোঁটে 
আয়েশে পেটে পুরবে কুন অভাগা পুটি
কোন আচানক বনে অযথাই নীড় খুজবে কুন পতঙ্গ
অযথাই এক হাপিত্তেশ সঙ্গী করে বাতাসে ওড়বে অশরিরি কোন।
 
একদিন যেদিন জন্মেছিলাম আমি সেদিন দিনটা ছিল গতানুগতিক
একদিন যেদিন লিখছি বসে আপাদমস্তক কবিতা কোন এক
জিবনপঞ্জিকা তখন সামনে পেছনে আমার
আমি নিজকে ভাংতে গিয়ে আলগোছে গড়ে নিই নিজেকে, তাই
দিনশেষে আমার আমি নিতান্তই অচেনাজন
জন্মথেকে শতবরষ কিংবা তার গুণদশেক পর
নিজেকে ভাবতে বসে অজানিত কোন পথিকের ভীড়ে ভাসে মুখচ্ছবি
পূণঃজন্ম হয়, পূণঃজন্ম হয় আমার-------------
পূণঃজন্মে আমিও হয়ে যেতে চাই এক মানবশ্রেষ্ঠ করমোবীর
 
 
জুন ২,২০০৯। 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।