শীতবাড়ি

16/11/2012 18:54

তোমাকে ভেবে-ভেবে কাটিয়ে দিয়েছি কত শীতকাল
এক শীতে ভেবে রাখি, পরেরবার যাওয়া হবে তোমার বাড়ি-
পরের শীতেও এসে একই; ভাবনাগুলো তথৈবচ:
যাওয়া হয়নি, দেখা হয়নি তোমার বাড়ি ও বাড়ি যাবার পথ।

তবে জেনে রেখো এই শীত দিনক্ষণ ঠিক করে দেবার শেষ শীত
এবারের পর আর কভু গাছের বল্কলে জন্মাবে না কোন যাযাবর গাছ,
জগতের সব নিরপেক্ষ মানুষ জেনে গেছে আমার শপথ আর মনোভাষা, তাই
শীত এলেই তোমার বাড়ি যাবার কথা মনে পড়ে যায়!

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।