লোমরাজ্য

26/07/2012 22:17

 

ক্রমশ লোমশ হাতে জন্মায় রাজ্যের লোম
এ যে লোমরাজ্য, ভুলে যেতে বসে লোমের ব্যাকরণ
একদিন আমাদের থেকে আমার আমিত্বকে বাদ দেয় অযথা
তাই একদিন দেখি আমাদের থেকে আমি নাই
আমাকে বাদ দিয়ে আমাদের তরী এগিয়ে চলে নিজস্বতায়।
 
লোমরাজ্যের বাদামী লোম কালো হলে বদলায় আকাশের রঙ
দখিনের হাওয়া উত্তরে গেলে কানে কানে বলে
বিষণ্ণতার কাল গাঢ় নীল, তাই নীলের সাথে আদিখ্যেতা নয়
ভুলে যাওয়া হোক হালখাতার খতিয়ান,
হাওয়ার সাথে জমে থাকুক আরো কিছু লেনদেন।
 
যে হাওয়া শুকিয়েছে কাল আমার ঘামগন্ধা শার্ট
আমি তাকে ভালোবাসা দেব আজ খলুই ভরে।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।