ভোর

25/09/2012 22:36

 

 

নির্বিষ ভোর জানে কালের পাঠ
আচমকা বিসম্বাদ হামলে পড়ে অহর্নিশ
ছায়ার সাথে হেঁটে যায় আর এক ছায়ামানব।

খুব ভোরে কাঁথাসেলাই,অহেতুক বিলম্বিত পাঠ
দরোজার সামনে দরোজা হয় আরেক দরোজা,
সমর্পিত হয় সব সমর্পন ঢঙে;নিদারুণ সহজিয়ায়।

পালাবার পথ আসে পালাতে বলে-
পালাবো কোথায়;আমাকে ঘিরে রেখেছে অদ্ভুত আরশি...
পালাবো কেন;আমি কি তবে আরশিভীতু কেউ?

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।