বোতাম

27/07/2012 23:47

 

মাঝে মাঝে মাঝপথে থেমে গেলে
সামনে-পেছনে থাকে অবারিত কিছু পথ
দৃশ্যত সামনের পথ খোলা থাকলেও পা বাড়াতে সমূহ ভয়
তবু ভয়কে জয় করতে হয়-
এ যে জীবনের পাঠ।
জীবনকে ভাবার আগে যে জীবন তুমি করেছিলে আপন
কতক মাত্র পদক্ষেপে কী এক অজানিত ছবি
যে স্বপ্নকে তুমি সাজিয়েছিলে মনের কপোত ঘরে
কোনো এক অদৃশ্য কালবোশেখি হানা দেয় তাতে
বেড়াগুলো ওড়ে যায়; আবার ফিরে আসে, আবার ওড়ে
তুমি বসে পড় পথের ধারে
যদি পথকে আপন ভাবো তবে মনে রেখো
কোনো কোনো পথও নির্ধারণ করে তার শেষবিন্দু
তখন কোথা পালাবে তুমি?
 
এ সময় তোমাকে লোভাতুর করে তুমি ডুবে যাচ্ছো সময়ে
অজানিত সম্মোহনে ইশারায় ডাকে শীতের শীতপাখি
শীত চলে গেলে গ্রীষ্মের দাবদাহ, চৌচির হবে মাঠ-ঘাট
খা খা প্রান্তরে কে দেবে জলজধারা
হঠাৎই বন্ধ হয়ে গেলে স্বাপ্নিক দ্বার
কোথা পালাবে তুমি?
 
মেয়ে, গতকাল তুমি পরেছিলে যে জামাটা
কোনো এক বেয়াড়া কাক আনমনে পয়ঃকার্য সারলেও
সাফসুতরো শেষে সে তোমাতেই যুৎসই
দর্যিবাড়ির পথ যতই জানা থাকুক তোমার
মনে রেখো, জামার একটা বোতাম ছিঁড়ে গেলে
সে ছেঁড়া; ছেঁড়াই!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।